শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্লেনের খাবারে পাওয়া গেলো সাপের মাথা!

  |   মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ | প্রিন্ট

প্লেনের খাবারে পাওয়া গেলো সাপের মাথা!

ফ্লাইটে সাধারণত সুস্বাদু ও উচ্চমানের খাবারই পরিবেশন করা হয়। তবে এর বদলে সম্প্রতি ফ্লাইটের খাবারে সাপের মাথা খুঁজে পাওয়ারই অভিযোগ করেছেন একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট।

এরই মধ্যে বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে। চমকপ্রদ এ ঘটনাটি গত ২১ জুলাই তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাওয়ার একটি সানএক্সপ্রেস ফ্লাইটে। এভিয়েশন ব্লগের উদ্ধৃতি দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।

কেবিন ক্রুর ঐ সদস্যের দাবি, তারা তাদের খাবার খাচ্ছিলেন। এ সময় আলু এবং সবজির মধ্যে একটি ছোট সাপের মাথা দেখতে পান।

এ ঘটনার পর তুরস্কের সানএক্সপ্রেসের একজন প্রতিনিধি তুর্কি গণমাধ্যমকে বলেন, ঘটনাটি ‘অগ্রহণযোগ্য’। এ ঘটনার পরপরই এয়ারলাইন কর্তৃপক্ষ খাবার সরবরাহকারি কোম্পানির সঙ্গে চুক্তি স্থগিত করেছে। ঘটনাটি তদন্ত করছে বলেও জানিয়েছে তারা।

পরে এক বিবৃতিতে এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, বিমান শিল্পে ৩০ বছরেরও বেশি সময় ধরে অভিজ্ঞতার সঙ্গে কাজ করছে তারা। তারা বলছে, বিমানে অতিথিদের যে পরিষেবাগুলো প্রদান করা হয় তা সর্বোচ্চ মানের এবং অতিথি ও কর্মচারী উভয়েরই একটি আরামদায়ক ও নিরাপদ ফ্লাইটের অভিজ্ঞতা রয়েছে। বিবৃতিতে ঘটনার জোরালো তদন্তের কথাও জানানো হয়।

এদিকে প্লেনে খাবার সরবরাহকারী ক্যাটারিং সংস্থা অস্বীকার করেছে যে, তাদের কাছ থেকে সাপের মাথা এসেছে।

সানকাক ইনফ্লাইট সার্ভিস জানায়, রান্না করার সময় খাবারের মধ্যে অন্য কোনো উপাদান সরবরাহ করা হয়নি। এ ছাড়া ২৮০ ডিগ্রি সেলসিয়াসে রান্না করা হয়েছে। যেখানে আস্ত সাপের মাথা আসার প্রশ্নই আসে না।

এদিকে, এ সপ্তাহের শুরুতে একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। একজন ব্যক্তি দিল্লির একটি জনপ্রিয় খাবারের দোকানে খাওয়ার সময় তার সালাদে একটি মৃত টিকটিকি খুঁজে পান বলে অভিযোগ ওঠে।

টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় যে, সরীসৃপটির মাথা খাবারের ট্রের মাঝখানে পড়ে আছে।। ভিডিওটি দেখতে <<<এখানে>>> ক্লিক করুন।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
advertisement

Posted ০৮:৩০ | মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com