শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্লাস্টিক ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক: আতিকুল

  |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট

প্লাস্টিক ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক: আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, প্লাস্টিক ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক। এ সমস্যা সমাধানে প্লাস্টিকের বোতল দোকানে ফেরত ও ভোক্তাকে কিছু অর্থ ফেরত দিয়ে রিসাইকেল উদ্যোগ নিতে হবে।

রোববার মহাখালী টিএন্ডটি মাঠে ছয় দিনব্যাপী ত্রিশ লাখ প্লাস্টিক বোতল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, প্লাস্টিক পণ্য ডিকম্পোস্ট হতে প্রায় ৪৫০ বছর লাগে। এটি মাটির উর্বরতা নষ্ট করে। গ্রিন হাউজ ইফেক্ট তৈরি করে। সামুদ্রিক জীবন ও জীববৈচিত্র্য ধ্বংস করে। বিশ্বে প্রায় ৯.৬ বিলিয়ন টন প্লাস্টিক রয়েছে। এর মাত্র ১০ শতাংশ রিসাইকেল করা হবে। অবশিষ্ট ৯০ শতাংশ প্লাস্টিক পরিবেশে থেকে যাবে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক।

প্লাস্টিক রিসাইকেল করতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ব্যবসা করবেন, অথচ সমাজকে কিছু দিবেন না এটা হতে পারে না।

মেয়র বলেন, ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এ ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার উদাহরণ প্রতিষ্ঠাসহ প্লাস্টিক সামগ্রী ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে ডিএনসিসির পৃষ্ঠপোষকতায় ‘বিডি ক্লিন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সারা দেশ থেকে কুড়িয়ে সংগ্রহকৃত ৩০ লক্ষ ব্যবহৃত প্লাস্টিক বোতলের এ প্রদর্শনীর আয়োজন করে। ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরিবেশের জন্য মারাত্মক দূষণকারী প্লাস্টিক বোতল দিয়ে সাজানো জনসচেতনতামূলক এ প্রদর্শনীতে আছে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ১৯ ফুট বাই ৭১ ফুট একটি নৌকা, প্লাস্টিকের বোতলের ঢাকনা দিয়ে তৈরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদেশের মানচিত্র, জাতীয় স্মৃতিসৌধ, রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতিসহ পরিত্যক্ত প্লাস্টিক বোতলের তৈরি নানান রকমের সামগ্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মঞ্জুর হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির, যুক্তরাষ্ট্র প্রবাসী বিজ্ঞানী ড. মঈন সরকার প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৫০ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com