শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘প্রয়োজনে রক্ত দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব’

  |   শনিবার, ২৯ মার্চ ২০১৪ | প্রিন্ট

hasina-mv

চাঁদপুর, ২৯ মার্চ  : ২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এনেছি। এর সুফল বয়ে আনতেই হবে। মজিব আদর্শের সকল সৈনিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদেশের মানুষের জন্যে আমার স্বজনরা জীবন উৎসর্গ করেছেন। প্রয়োজনে বাবার মতো রক্ত দিয়ে এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌ-বিহারে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুরে এসে দুপুরে জনগণের উদ্দেশে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বোভৌমত্ব নস্যৎ করতে স্বাধীনতা বিরোধীরা এখনো তৎপর রয়েছে। এরা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। যুদ্ধাপরাধীদের হাতে পতাকা তুলে দিয়েছে। তাদের সবারই বিচার হবে।

তিনি বলেন, আমাদের সরকারের আমলে আমরা অনেক উন্নয়ন করেছি, যেন বিশ্ব দরবারে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ায়। ইনশাল্লাহ ইতোমধ্যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে গৃহহারা মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমাদের আমলে উপবৃত্তি, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দেয়া শুরু করেছি। বিদ্যুৎ খাতে ব্যপক উন্নয়ন করেছি।

তিনি বলেন, আগে নৌ পথের অবস্থা বিপন্ন ছিল। আমরা ক্ষমতায় এসে তার  ব্যপক উন্নয়ন করেছি। নতুন নতুন যানবাহন চালু করেছি। আজকের এ স্টিমার তার-ই একটি। বাংলাদেশ কিভাবে উন্নতসমৃদ্ধ হয়- সে চেষ্টা করা হচ্ছে।

এ সময় ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি ও আওয়ামী লীগের জেলার শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:২৭ | শনিবার, ২৯ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com