বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসিরা দেশের উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম অংশীদার  : মুহিবুর রহমান মানিক এমপি

  |   শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট

প্রবাসিরা দেশের উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম অংশীদার  : মুহিবুর রহমান মানিক এমপি

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার সাবিনা আক্তারকে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় ট্রাষ্ট্রের প থেকে এতিম-গরিব ছাত্রদের মধ্যে পোশাক বিতরণ করা হয়। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ি কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেছেন, প্রবাসিরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম অংশিদার।

তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকেও দেশকে ভালোবাসেন। দেশের কল্যাণে কাজ করেন। দেশের যেকোন দুর্যোগকালে তারা এগিয়ে আসেন বন্ধু সূলভ মানসিকতা নিয়ে। দেশের প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামেও প্রবাসীদের ভূমিকা ছিলো প্রশংসনীয়। তাদের এ অবদান কখনো ভূলার নয়। তিনি বলেন, এদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসিদের ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক সাফল্য ও ধারাবাহিক প্রবৃদ্ধি বৃদ্ধির মূলে তাদের অবদান অনস্বীকার্য।

দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রবাসিদের ভূমিকাও গর্ব করার মতো। শুধু অর্থনৈতিক উন্নয়নের ল্েযই নয়, পৃথিবীর বুকে দেশের ভাবমূর্তি উজ্জল করতে প্রবাসীরা স্ব-স্ব অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শুক্রবার ১২জানুয়ারি বিকালে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর পয়েন্টে ট্রাস্টের প্রতিষ্টাতা আতাউর রহমান আনসারের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক আপ্যায়ন সম্পাদক নাজির হোসেন লাহিনের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, লন্ডন টাওয়ার হ্যামলেট্সের স্পিকার সাবিনা আক্তার।

সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, নিজাম উদ্দিন, আরজক আলী, ফজর আলী, আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন সম্পাদক এড. আশিক আলী, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, চরমহলা ইউপি আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল হক, কালারুকা ইউপি আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, ভাতগাও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ছাতক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমূখ। সভাশেষে গরিব এতিম ছাত্রদের মধ্যে আতাউর রহমান আনসার ট্রাস্টের উদ্যোগে পোশাক বিতরণ করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:৪৫ | শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com