বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রধান নির্বাচন কমিশনার একজন আওয়ামী লীগ নেতা: মোশাররফ

  |   মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮ | প্রিন্ট

প্রধান নির্বাচন কমিশনার একজন আওয়ামী লীগ নেতা: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান নির্বাচন কমিশনারকে আওয়ামী লীগের নেতা আখ্যায়িত করে তিনি বলেন, এই নির্বাচন কমিশন গঠনে শুরু থেকেই সরকারের গলদ রয়েছে। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা এবং সরকারের নীল নকশা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কমিশন গঠনের সময় লোক দেখানো আলোচনা করে তারা তাদের পরীক্ষিত লোকদেরকে এখানে স্থান করে দিয়েছে। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার জনতার মঞ্চের নেতৃত্বদান কারী। অর্থাৎ আওয়ামী লীগের একজন নেতাকে প্রধান নির্বাচন কমিশনার বানানো হয়েছে। ইতিমধ্যে তিনি (প্রধান নির্বাচন কমিশনার) যে কয়টি স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করেছেন প্রত্যেকটি জায়গায় জনগনের পাশে না থেকে সরকারের আজ্ঞাবাহী হয়ে কাজ করে তাদের ভোট ডাকাতিতে সহযোগিতা করেছেন।
এই নির্বাচন কমিশনের অধিনে সুষ্ঠ স্বাভাবিক নির্বাচন হবে কেউ বিশ্বাস করে না। এদের দ্বারা জাতীয় নির্বাচন সুষ্ঠ আশা করা যায় না।
তিনি বলেন, সরকার তার সকল কর্মকান্ড আগামী নির্বাচনকে কেন্দ্র করে করছে। তারা আরও একটি পাতানো ও সাজানো নির্বাচন করে আবারও স্বৈরাতান্ত্রিক সরকার গঠন করতে চায়। শেখ হাসিনার অধীনে কখনও সুষ্ঠ নির্বাচন হতে পারে না। ৫ই জানুয়ারি দেশে কোন নির্বাচন হয়নি। তবে এখন সুষ্ঠু নির্বাচন আদায় করাই বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, আগামীতে জনগন যাতে তাদের ভোটাধিকার আদায় করতে এমন নির্বাচন আমাদেরকে আদায় করে নিতে হবে। দেশ স্বৈরাচার মুক্ত না হলে এটা কোনভাবেই সম্ভব না। কোন স্বৈরাচার ইচ্ছে করে ক্ষমতা ছাড়তে চায় না। জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েই আমাদেরকে জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।
একটি গণমাধ্যমে প্রকাশিত আজকের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের  ভোল্টে রাখা সোনার চাকতি ভুতুড়েভাবে মিশ্র ধাতু হয়ে গেছে। তিনি বলেন, আজকের পত্রপত্রিকা দেখেন- বাংলাদেশ ব্যাংকের ভোল্টে ৯৬৩ কেজি স্বর্ণ রাখা ছিল কিন্তু সেটি ২২ ক্যারেটের স্বর্ণের জায়গায় ১৮ ক্যারেটের স্বর্ণ হয়ে গেছে। জমা রাখা হয়েছিল সোনার চাকতি, তা হয়ে আছে মিশ্র ধাতু। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক অনুসন্ধান প্রতিবেদনে এ ভয়ংকর অনিয়মের তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত ৯৬৩ কেজি সোনা পরীক্ষা করে বেশির ভাগের ক্ষেত্রে এ অনিয়ম পেয়েছে। গত ২৫শে জানুয়ারি এনবিআরের চেয়ারম্যানের কাছে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর চিঠি দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের কাছেও চিঠি দিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এই বাংলাদেশের রিজর্ভ লুট হয়েছে। যে দেশে এই টাকার কিছি গিয়েছে সেখানে তার বিচার হয়েছে। অথচ বাংলাদেশে এই রিজার্ভ লুটের তদন্ত রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি। জনগণ এখনো জানেনা।  কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী কোমলমতি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছেন। সংসদে প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন কোন কোটাই থাকবে না। কিন্তু এখন তিনি সেটা পালন করতে চাইছেন না। সরকার কতটা ভীতু? ছাত্রদের ন্যায্য দাবিকে দাবিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রী সংসদে প্রতারণা করলেন।
আয়োজক সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্ব ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিঙ্কন, বিএনপির নিবাগের হাট জেলা বিএনপির উপদেষ্টা ড.কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:০৮ | মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com