শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বিমান ছিনতাইকারী

  |   রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বিমান ছিনতাইকারী

ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানের একটি ফ্লাইট ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। বিমান ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈন উদ্দীন খান বাদল।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটটি। বিমানে সন্দেহভাজন একজনকে কেন্দ্র করে উদ্ধুত পরিস্থিতির মধ্যে ফ্লাইটটি অবতরণ করেন।

এরপরই দ্রুত ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে দেয়া হয়। বিমানটি রানওয়েতে অবস্থান করছে এবং সেটি ঘিরে রেখেছে পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিমানটিতে অনবোর্ড যাত্রী ছিলেন মঈনুদ্দিন খান বাদল। তিনি জানান, অস্ত্র নিয়ে পাইলটের দিকে উদ্ধত হচ্ছিলো ওই সন্ত্রাসী। ফলে ফ্লাইটটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট এবং ক্রুরা। তবে বিমানটিতে অবস্থানরত সকল অনবোর্ড যাত্রীকে নিরাপদে বের করে নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজন একজন অস্ত্রধারী পাইলটসহ দুইজন ক্রুকে জিম্মি করে রেখেছে। ঘটনার পরপরেই বিমান বন্দর বন্ধ করে দেয়া হয়। র‍্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ২২:০০ | রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com