শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে সরকার গঠনের আহবান রাষ্ট্রপতির

  |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

President-Pm
৯ জানুয়ারি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি এ আহবান জানান।
এর আগে সন্ধ্যা ৬ টার কিছু সময় পরই বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সন্ধ্যা ৬ টা ২০ থেকে ৭ টা ৩০ মিনিট পর্যন্ত  তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দলের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সংসদীয় দলের প্রধান নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতিকে নতুন সরকার গঠনে ব্যবস্থা নেয়ার কথা জানাতে তিনি বঙ্গভবনে যান বলে দলীয় সূত্র জানায়। নিয়মানুযায়ী সংসদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানান এবং নতুন মন্ত্রী পরিষদের সদস্যদের তালিকা জমা দেন।
উল্লেখ্য বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে স্পিকারের কাছে শপথ নেন নতুন সংসদ সদস্যরা।
এর পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হয়। ওই বৈঠকে শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদে নির্বাচনে জয়ের এক দিন পর গত মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শপথ অনুষ্ঠানে (বাংলাদেশ আওয়ামী লীগ ২২৬, জাতীয় পার্টি ৩১, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি ০৬ , জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ০৪, জাতীয় পার্টি (মঞ্জু) ০১, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) ১, তরিকত ফেডারেশন ১ এবং স্বতন্ত্র ১৪ জন সহ মোট ২৮৪ সংসদ-সদস্য শপথ নেন।
প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ-সদস্যবৃন্দ শপথ নেন। পরে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি, রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর নির্বাচিত সংসদ-সদস্যবৃন্দ শপথ নেন। এছাড়াও জাতীয় পার্টি (মঞ্জু), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ), তরিকত ফেডারেশন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ-সদস্যবৃন্দ শপথ নেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৮:৪৪ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com