বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিরক্ষা নিয়ে সমঝোতা আগেই হওয়া উচিত ছিল:হাছান মাহমুদ

  |   শুক্রবার, ০৭ এপ্রিল ২০১৭ | প্রিন্ট

প্রতিরক্ষা নিয়ে সমঝোতা আগেই হওয়া উচিত ছিল:হাছান মাহমুদ

প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিরক্ষা বিষয়ে চুক্তি নয়, সমঝোতা স্বারক সই হবে জানিয়ে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেছেন, এই সমঝোতা আগেই হওয়া উচিত ছিল। তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পাকিস্তান ছাড়া সব দেশের সঙ্গেই ভারত এই সমঝোতা সই আছে। বাংলাদেশের সঙ্গে এতদিন যে এটা হয়নি, সেটাই অস্বাভাবিক।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এইই কথা বলেন। ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি।

হাছান মাহমুদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আজ সকালে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এটি একটি ঐতিহাসিক সফল। এই সফরে প্রতিরক্ষা নিয়ে কোন চুক্তি হতে যাচ্ছে না। বরং প্রতিরক্ষা নিয়ে একটি সমঝোতা স্বারক হতে যাচ্ছে। প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি রূপরেখা- সেটার স্বারক স্বাক্ষর হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘ভারতের মতো একটি প্রতিবেশী রাষ্ট্র- যারা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছে- তাদের সাথে একটি সমঝোতা স্বারক হবে এটা খুবই স্বাভাবিক। এতোদিন যে এটা হয়নি, সেটাই অস্বাভাবিক।’ তিনি বলেন, ‘আমি বিএনপিকে বলব, শেখ হাসিনা-আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই সমস্ত কাজ অতীতে করেছে এবং এই ভারত সফরেও তাই করবেন। কোন কিছু গোপন থাকবে না।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘মুজিব-ইন্দিরা চুক্তিকেও আপনারা গোলামির চুক্তি বলেছিলেন। অথচ সেই চুক্তির কারণে ছিটমহল সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়েছে। এখন আর সেটাকে গোলামি চুক্তি বলেন না।’ তিনি বলেন, ‘এখন নাচানাচি করেন। কদিন পর যখন শেখ হাসিনা সবকিছু আদায় করে আনবে, তখন মুখ ফ্যাকাশে করে ঘরের মধ্যে ঢুকে যাবেন।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ নেতা মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তার নেতাকর্মীরা লম্বা লম্বা কথা বলেন। কিন্তু তারা ভারতে গিয়ে গঙ্গা চুক্তির কথা বলতে ভুলে যান। সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা করবেন তো দূরে থাক সীমান্ত নিয়ে কথা বলার সাহসই তাদের ছিলনা। তাদের রাজনীতি হচ্ছে মাইকের সামনে ভারত বিরোধিতা করা। আর তলে তলে ভারত তোষণ করা। এই কারণেই গঙ্গা পানির ন্যায্য হিস্যা তারা আনতে পারেনি। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ভারতের থেকে বাংলাদেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা করেত পারেনি। তাই আমি বলব, খালেদা জিয়া, মির্জা ফখরুল, রিজভী আহমেদের মুখে এসব কথা মানায় না।’

হাছান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার কারণেই ৭৪ সালের সীমান্ত চুক্তির বাস্তবায়ন হয়েছে, ছিটমহলবাসী নিজস্ব পরিচয়-সার্বভৌমত্ব পেয়েছে, গঙ্গার পানির ন্যায্য হিস্যা আমরা পেয়েছি, সমুদ্রে নিজেদের সার্বভৌমত্ব পেয়েছি।’

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৯ | শুক্রবার, ০৭ এপ্রিল ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com