বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে  মৃৎশিল্পীরা

  |   রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে  মৃৎশিল্পীরা

শাহরিয়ার মিল্টন, শেরপুর :  শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তায় প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে শেরপুরের মৃৎশিল্পীরা। এখন দম ফেলার সময় নেই তাদের। আগামী ২৫ সেপ্টেম্বরে মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দেবী দুর্গার আগমনী বার্তা।দুর্গাপূজার দিন গণনা, মহালয়ার দিন থেকেই শুরু হয়। এই শারদীয় দুর্গা উৎসব শুরু হবে আগামী ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে।

এ উৎসবকে কেন্দ্র করে প্রতিমা শিল্পীরা কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে রাতভর চলছে প্রতিমা তৈরির কাজ। নিখুঁত হাতের কারুকার্য দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তৈরি করছে প্রতিমা। পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন ব্যস্ত হয়ে পড়ছে শেরপুরের প্রতিমা তৈরি শিল্পীরা। জেলার বিভিন্ন মণ্ডপে গিয়ে দেখা যায়, সেখানে প্রতিমা তৈরির কারিগরা বাঁশ, কাঠ, সুতা, খড়, কাদামাটিসহ প্রতিমা তৈরির উপকরণ দিয়ে তাদের নিখুঁত হাতের কারুকার্যে তৈরি করছে প্রতিমা।

সদর উপজেলার পালপাড়ার প্রতিমা তৈরির কারিগর দিলীপ কুমার পাল, গুরুপদ পাল, অন্ত পাল, শুভাস পাল, বকুল পাল জানায়, এ বছর প্রতিমার অর্ডার অন্যান্য বারের চেয়ে বেশি। এখন মাটির ফিনিশিংয়ের কাজ চলছে এর পরে রংয়ের কাজ করা হবে। এদিকে আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। তাই সময় ঘনিয়ে আসায় কাজের চাপ অনেকটাই বেড়ে গেছে, যার কারনে সারাদিন কাজ করার পরে রাতেও কাজ করতে হচ্ছে। তবে সবকিছুর দাম বেশি হওয়ায় এখন আর তেমন লাভ নেই। ৭০ বছর যাবত প্রতিমা তৈরী করে আসছে পালপাড়ার মন্টু চন্দ্র পাল (৮৭)। তিনি বলেন, লাভ না হলেও বাপ দাদার পেশা ধরে রেখেছেন তিনি। এখন বাঁশ, কাঠ, সুতা, খড়ের দাম অনেক বাড়তি, তাই খরচ বেশি পড়ছে।

হিন্দু ধর্মাবলম্বীরা জানান, মহামারী করোনার কারণে গত দু বছর দুর্গাপূজার আনন্দ অনেকটা ম্লান ছিল। পূজার সেই পুরনো সংস্কৃতি অনেকটা অগোচরে ছিলো সেই সময়। শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী লাবনী চন্দ্র বলেন, বাইরে ঘুরতে যাওয়া, পূজার মণ্ডপগুলোতে আলোকসজ্জাসহ নানা ধরনের আয়োজন ছিলো না গত দু বছর। মহালয়া থেকে শুরু করে শারদীয় উৎসবের সব ক্ষেত্রেই আরোপিত ছিলো স্বাস্থ্যবিধির কড়া নির্দেশ। এবার তা আর নেই, তাই অনেক মজা হবে পূজোয়।

জেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, শেরপুরে এবার ১৬৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেরপুর সদরে ৭৭, নালিতাবাড়ীতে ৩৬, নকলায় ২১, ঝিনাইগাতীতে ১৯ ও শ্রীবরদী উপজেলায় ১০টি মন্ডপ রয়েছে। আগামী ১ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসবের শুরু ও ৫ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে উৎসব শেষ হবে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু বলেন, মহামারী করোনার কারণে গত দুই বছর দুর্গাপূজার আনন্দ অনেকটা ম্লান ছিলো। এবার জাঁকঝমকভাবে হবে। এ বছর জেলায় ১৬৩টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:২০ | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com