শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পোশাকে দাম বাড়ানোর অনুরোধ বাণিজ্য মন্ত্রীর

  |   বুধবার, ২৩ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

পোশাকে দাম বাড়ানোর অনুরোধ বাণিজ্য মন্ত্রীর

tofile-jsc

২৩এপ্রিল : পোশাকপণ্যের দাম বাড়াতে বায়ারদের অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য মালিক, শ্রমিক এবং সরকারের সমন্বয়ে (এডিআর) একটি কমিটি গঠনের কাজ আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে কানাডার এমপি ম্যাথিউ কেলওয়ের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, শ্রমিকদের ২২৭ শতাংশ বেতন বাড়ানো হলেও পোশাকের ক্রেতারা পণ্যের দাম বাড়াচ্ছেন না। শ্রমিকদের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়ার জন্য পোশাকপণ্যের দাম বাড়ানো খুব প্রয়োজন।

তিনি বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বায়ারদের মধ্যে দু-তিনটি প্রতিষ্ঠান সহায়তা দিয়েছে। আজকের বৈঠকে কানাডার প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়েও আলোচনা হয়েছে। যারা এখনো সহায়তা দেয়নি, তারাও এ কার্যক্রমে অংশ নেবেন বলে প্রতিনিধিরা আশ্বস্ত করেছেন। ম্যাথিউ কেলওয়ে বলেন, রানা প্লাজা দুর্ঘটনা একটি দুঃখজনক ঘটনা। এ ঘটনার পর গার্মেন্টস সেক্টরের উন্নয়নে বাংলাদেশে বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যা প্রশংসনীয়। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে কানাডার সুসম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

তোফায়েল আহমেদ আরো বলেন, কানাডার প্রতিনিধিরা শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

শ্রমিকদের নিরাপত্তা, আগুন নিয়ন্ত্রণসহ পোশাকশিল্পের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বিনা শুল্কে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৭ | বুধবার, ২৩ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com