শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পেকুয়ায় এক ইউপির প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

  |   শনিবার, ২২ জানুয়ারি ২০২২ | প্রিন্ট

পেকুয়ায় এক ইউপির প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়া সদর ইউপির প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২২ জানুয়ারি সকাল ১০ টায় পেকুয়া সদর ইউপিতে ইউপির ৫ নং ওয়ার্ডের এমইউপি মোহাম্মদ ফোরকানের
নেতৃত্বে এ ঘটনা ঘটে। এনিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ইউপি চেয়ারম্যান মেম্বাররা শপথ নেওয়ার ১ মাসের মধ্যে নির্বাচিত
চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে গনতান্ত্রিক ভাবে ভোট প্রয়োগের মাধ্যমে মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের
থেকে প্যানেল চেয়ারম্যান ১, ২ ও ৩ নির্বাচন করার বিধান রয়েছে। সেই লক্ষ্যে ঘটনার দিন পেকুয়া সদর ইউপির
প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্যানেল চেয়ারম্যান-১ পদে ৪ নং ওয়ার্ডের এমইউপি
শাহনেওয়াজ আজাদ এবং ৫ নং ওয়ার্ডের এমইউপি মোহাম্মদ ফোরকান প্রার্থী হয়।

এতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে শাহ নেওয়াজ আজাদ ৯ ভোট এবং ফোরকান ৪ ভোট পেয়েছে বলে নির্বাচনে দায়িত্বে থাকা ইউপির প্রশাসনিক কর্মকর্তা মুহসিন ঘোষণা দেন। এরপরপরি এমইউপি ফোরকান পরিষদ থেকে বের হয়ে তার ভাই টুনু এবং ইকবাল ও আগে থেকে অবস্থান করা তার অনুসারী লোকজন কে বিষয়টি জানায়। হঠাৎ করে ফোরকানের
নেতৃত্বে তারা এসে পরিষদের দরজায় ও চেয়ারম্যানের টেবিলে লাথি মারেএমকি তারা ভোট দেয়নি কেন বলে ৬
নং ওয়ার্ডের এমইউপি দিদারুল ইসলামের উপর হামলা করে। পরিস্থিতি উত্তাপ্ত হলে পেকুয়া থানার পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বিকাল সাড়ে ৩ টায় ইউপি কার্যালয়ে চেয়ারম্যান বাহাদুর শাহ এর নেতৃত্বে ইউপি সদস্যরা সংবাদ সম্মেলন করে তাদের উপর হামলা ও মারধরের লিখিত অভিযোগ সাংবাদিকদের কাছে তুলে ধরেন চেয়ারম্যান এম বাহাদুর শাহ একই ইউপির ৫ নং ওয়ার্ডের এমইউপি মোহাম্মদ ফোরকানের বিরুদ্ধে। তারা লিখিত অভিযোগে আরো বলেন পরবর্তি পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের সহযোগিতা নিবেন এবং তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ দিবেন। এ ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে মৌখিক ভাবে অবগত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ, প্যানেল চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এমইউপি,নুরুল
আজিম এমইউপি, মোহাম্মদ দিদারুল ইসলাম এমইউপি,নাছির উদ্দিন এমইউপি, মোহাম্মদ মানিক এমইউপি,
মোহাম্মদ শাহেদ এম ইউপি প্রমুখ।

এদিকে অপর পক্ষ এমইউপি মোহাম্মদ ফোরকান অভিযোগ করেন সকালে ইউপির হলরুমে প্যানেল চেয়ারম্যান
নির্বাচন ব্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে আমি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলে কৌশলে চেয়ারম্যান
বাহাদুর শাহ ফলাফল পাল্টিয়ে দেয়। এ নিয়ে সংঘর্ষ হয়।

এ দিকে চেয়ারম্যান বাহাদুর শাহ এমইউপি মোহাম্মদ ফোরকানের অভিযোগ প্রত্যাখান বলেন আমার পক্ষে
ফলাফল পাল্টানোর কোন সুযোগ নেই। আমি নির্বাচনের দায়িত্বে ছিলাম না। পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার খবর পেয়ে সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পাঠিয়েছি। তেমন বড় ধরনের সংঘর্ষ হয় নি।

 

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৩০ | শনিবার, ২২ জানুয়ারি ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com