শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

  |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

এক চালককে আদালতের রায়ে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে দেশব্যাপী ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই ধর্মঘটকে অযৌক্তিক আখ্যায়িত করে তিনি বলেছেন, আদালতের রায়ে জনগণকে ভোগান্তিতে ফেলানোর অধিকার পরিবহন শ্রমিকদের নেই

মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, ‘আদালতের রায়ের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই এ রায়ে জনগণ কেন ভোগান্তিতে পড়বে? আপনারা আপনাদের অযৌক্তিক ধর্মঘট প্রত্যাহার করুন।’

মানিকগঞ্জের আদালতে তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহত মামলায় একজন বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে বাস ধর্মঘট পালন করছিলেন কয়েকটি অঞ্চলের শ্রমিকরা। সরকারি পর্যায়ে বৈঠকের পর সেই ধর্মঘট প্রত্যাহার সিদ্ধান্ত নেয়া হয়েছিল সোমবার। ওই বৈঠকের সময় আসে ট্রাকচালকের মৃত্যুদণ্ডের খবর। ফলে নতুন করে পরিবহন ধর্মঘট ডাকেন শ্রমিকরা। সাভারের একটি সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হওয়ার মামলায় সোমবার ঢাকার জজ আদালত মীর হোসেন নামের একজন চালকের মৃত্যুদণ্ডের রায় দেন।s

এদিকে শ্রমিকদের ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে দেশের পরিবহনব্যবস্থা। ফলে দেশের বিভিন্ন স্থানে দুর্ভোগ-ভোগান্তিতে পড়েছে হাজার যাত্রী। রাজধানীতে কিছু সিটি বাস চললেও মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া, খুলনা, সিলেটসহ দেশের অধিকাংশ স্থানে দূরপাল্লার ও স্থানীয় সড়কপথে বাস চলাচল বন্ধ।

রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা বেশি দেখা গেছে। তারা সেখানে রাস্তায় ব্যারিকেড দিয়ে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চালায়। মহাখালীতেও সকালের দিকে একই ধরনের ঘটনার অবতারণা হতে দেখা যায়।গাবতলীতে অনেক দূরপাল্লার যাত্রী আটকা পড়েছেন।

পরিবহন ধর্মঘটের কারণে সকালের দিকে রাজধানীর প্রবেশপথগুলো রাজধানীমুখী যানবাহনস্বল্পতার কারণে নিদারুণ দুর্ভোগে পড়েন অফিস যাত্রীরা। খিলক্ষেত, কুড়িল, গাবতলী এলাকায় যাত্রীদের যানবাহনের জন্য ছোটাছুটি করতে দেখা যায়।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৮ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com