শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পরিকল্পনার অভাবে কমছে নারী ভোটার

  |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

পরিকল্পনার অভাবে কমছে নারী ভোটার

নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, আমাদের কিছু পরিকল্পনার অভাবে এবার ভোটার তালিকা হালনাগাদে নারী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। যা কাম্য ছিল না।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পরিসংখ্যান ব্যুরোসহ সব গবেষণায় দেখা গেছে, পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। কিন্তু আমাদের ভোটার তালিকা হালনাগাদে নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি।

সচিব বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ না করার কারণে এ সমস্যাগুলো হয়েছে। পুরুষরা যে হারে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে ভোটার হন। সে তুলনায় নারীদের আগ্রহ অনেক কম থাকে। আগামীতে এ সমস্যাগুলো সমাধানে নির্বাচন কমিশন আরো বেশি গুরুত্ব দেবে।

যেসব নাগরিকের ভোটার হওয়ার বয়স থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে ভোটার হতে পারেননি তাদেরকে ভোটার তালিকা হালনাগাদের আওতায় এনে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সোমবার।

২০১৫ সালে ১১ লাখ ২৬ হাজার ৬৫৫ জন নাগরিকের তথ্য নেয়া হয়। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৮১ হাজার ৯২৯ জন। মহিলা ভোটার ৪ লাখ ৪৪ হাজার ৭২৬ জন। আর ২০১৬ সালের ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭১ হাজার ১৭ জনের তথ্য নেয়া হয়। এর মধ্য পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৮৮৩ জন। মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ১৩৪ জন।

সব মিলে মোট ১৪ লাখ ৯৭ হাজার ৬৭২ জন নতুন ভোটার নিয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২ হাজার ৮১২ জন। নারী ভোটার ৫ লাখ ৯৪ হাজার ৮৬০ জন।

নতুন ভোটারসহ দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ২০ লাখ ৬৪ হাজার ১৮ জন। নারী ভোটার ৫ কোটি ২ লাখ ৩৪ হাজার ৮৩ জন।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:০৬ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com