শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পদ্মা রেলসংযোগ তত্ত্বাবধানে সেনাবাহিনীর সঙ্গে চুক্তি সই

  |   রবিবার, ০১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

পদ্মা রেলসংযোগ তত্ত্বাবধানে সেনাবাহিনীর সঙ্গে চুক্তি সই

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরামর্শক ও তত্ত্বাবধায়ক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর কন্সট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট সেল (সিএসসি) সেল কোর অব ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার সকালে রেল ভবনে দুই সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেলওয়ের পক্ষে রেল সংযোগ প্রকল্পের পরিচালক সুকুমার ভৌমিক ও সেনাবাহিনীর পক্ষে প্রকল্প ব্যবস্থাপক কর্নেল আবুল কালাম আজাদ। এ সময় রেলমন্ত্রী মুজিবুল হক ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, পরামর্শক সেবার আওতায় নির্মাণকাজের সুষ্ঠু তদারকিসহ আন্তর্জাতিক মান বজায় রেখে যথাসময়ে কাজ শেষ করার ব্যবস্থা নেবে সেনাবাহিনীর সিএসসি অব কোর অব ইঞ্জিনিয়ারিং।

সরকারের নিজস্ব অর্থায়নে নির্মীয়মাণ পদ্মা বহুমুখী সেতুর নির্মাণকাজ শেষ হবে ২০১৮ সালে। এই পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে যশোর পর‌্যন্ত ব্রডগেজ রেললাইন নির্মাণ হবে, যার বাস্তবায়নকাল ধরা হয়েছে ছয় বছর। এর মাধ্যমে দেশের রাজধানী ঢাকার সঙ্গে মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন রেল যোগাযোগ স্থাপন হবে।

চুক্তি অনুযায়ী সেনাবাহিনী রেলসংযোগ প্রকল্পের আওতায় ঠিকাদারের দাখিল করা নকশা যাচাই ও অনুমোদন, ভূমি অধিগ্রহণ, সাইট ক্লিয়ারেন্স, রিসেটলমেন্ট প্ল্যান ও নির্মাণকাজে সহায়তা এবং তদারক করবে। আর এর জন্য খরচ ধরা হয়েছে ৯৪১ কোটি টাকা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, ‘আমাদের ঐতিহ্যবাহী সেনাবাহিনীর পরামর্শসেবা নিয়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে দ্রুত পৌঁছাতে পারব। পরামর্শসেবায় অনেকগুলো কাজ রয়েছে- জমি অধিগ্রহণ, সহায়তা করা, সাইট ক্লিয়ারিং, অনেক কিছু আছে। এই কাজগুলো সেনাবাহিনীর মাধ্যমে হলে প্রকল্প বাস্তবায়ন দ্রুত হবে।

রেলমন্ত্রী বলেন, ২০১৮ সালের শেষে একই সময়ে পদ্মায় সড়ক ও রেলসেতু চালু হবে। এটা অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত কাজ শেষ করা হবে। সেতু দিয়ে একই দিনে চলবে বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাফল্যের ধারাবাহিকতায় আরো বেশি দক্ষতা ও পেশাদারির মাধ্যমে প্রকল্পের ভূমি অধিগ্রহণ, রিসেটলমেন্ট প্ল্যান বাস্তবায়ন, নির্মাণকাজের সুপারভিশন সেবা, নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক মান বজায় রেখে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে সক্ষম হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেলসচিব ফিরোজ সালাউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৫৬ | রবিবার, ০১ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com