বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় নৌকার প্রার্থী যারা

  |   শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | প্রিন্ট

পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় নৌকার প্রার্থী যারা

পঞ্চম ধাপের নির্বাচনে ৩১ পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩১টি পৌরসভা (৫ম ধাপ), ৪টি উপজেলা ও ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়। সভা শেষে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌরসভায় মো. হাকিবুর রহমান, জয়পুরহাটের জয়পুরহাট পৌরসভায় মো. মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলার বগুড়া পৌরসভায় মো. আবু ওবায়দুল হাসান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় মো. আব্দুর রশিদ, রাজশাহীর চারঘাট পৌরসভায় মো. একরামুল হক, দূর্গাপুর পৌরসভায় মো. তোফাজ্জল হোসেন, ঝিনাইদহ জেলার মহেশপুর পৌরসভায় মো. আব্দুর রশিদ খান, কালীগঞ্জ পৌরসভায় মো. আশরাফুল আলম, যশোরের কেশবপুর পৌরসভায় রফিকুল ইসলাম, যশোর পৌরসভায় মো. হায়দার গনী খান, ভোলা জেলার ভোলা পৌরসভায় মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাশন পৌরসভায় মো. মোরশেদ, কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় মো. ইফতেখার হোসেন, মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় আবু নাঈম মো. বাশার, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় এস এম রবীন হোসেন, মাদারীপুর জেলার মাদারীপুর পৌরসভায় মো. খালিদ হোসেন, শিবচর পৌরসভায় মো. আওলাদ হোসেন খান, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভায় ফারীন হোসেন, ইসলামপুর পৌরসভায় মো. আব্দুল কাদের সেখ, মাদারগঞ্জ পৌরসভায় মির্জা গোলাম কিবরিয়া (কবির), জামালপুর পৌরসভায় মোহাম্মদ ছানোয়ার হোসেন, ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় মোঃ. রফিক উদ্দিন ভূইয়াঁ, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ পৌরসভায় আতাউর রহমান সেলিম, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নায়ার কবির, চাঁদপুরের মতলব উত্তর পৌরসভায় মো. আওলাদ হোসেন, শাহরাস্তি পৌরসভায় হাজী আবদুল লতিফ, লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভায় মো. গিয়াস উদ্দীন রুবেল ভাট, চট্টগ্রামের মীরসরাই পৌরসভায় গিয়াস উদ্দিন, বারৈয়ারহাট পৌরসভায় মোহাম্মদ রেজাউল করিম, রাউজান পৌরসভায় মো. জমির উদ্দিন (পারভেজ), রাঙ্গুনিয়া পৌরসভায় মো. শাহজাহান সিকদার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।

এছাড়া রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. ইয়াসিন আলী, ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোছা. শেফালী বেগম, ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান পদে মো. শাহিদুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. আবুল কালাম আজাদ মনোনয়ন পেয়েছেন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মো. দেলওয়ার হোসেন, ফরিদপুরের সদর উপজেলার গেরাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মোসা. রাবেয়া বেগম, চাঁদপুরের সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মো. সেলিম খাঁন মনোনয়ন পেয়েছেন।

গত ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ৩১টি পৌরসভা, চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করে আওয়ামী লীগ। এর আগে ১৭ জানুয়ারি ও ১৯ জানুয়ারি নির্বাচন কমিশন স্থানীয় সরকারের এসব নির্বাচনের তফসিল ঘোষণা করে।

উল্লেখ্য, পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোট হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারি হবে ভোট। এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। এর মধ্যে ৩১ পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়েছে। এরপর ১৬ জানুয়ারি ভোট হয়েছে দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায়। তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় আজ ভোটগ্রহণ চলছে। চতুর্থ ধাপে ৫৮ পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:১২ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com