বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নয়াদিল্লীর নির্দেশে নিজামীর রায় দেয়া হয়নি: হান্নান শাহ

  |   মঙ্গলবার, ২৪ জুন ২০১৪ | প্রিন্ট

নয়াদিল্লীর নির্দেশে নিজামীর রায় দেয়া হয়নি: হান্নান শাহ

hannan sha

ঢাকা, ২৪জুন ২০১৪ ( স্বাধীনদেশ )  : নয়াদিল্লীর নির্দেশে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় দেয়া হয়নি বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘পূর্বে রায়গুলো নিয়েও দেশে অনেক রক্তপাত হয়েছে। নিজামীর রায় দিলে হরতাল হতে পারে এই আশঙ্কায় সরকার রায় দিচ্ছে না। রায় কেন হলো না। ‘র’ এর এজেন্ট থেকে খবর এসেছে রায় দেয়া যাবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশে আসছেন। এর মধ্যেই যদি এই রায়টি ঘোষণা করা হয় তাহলে সারা দেশে নতুন করে সংঘর্ষ তৈরি হবে। এতে করে সরকারের ভাবমূর্তি পার্শ্ববর্তী দেশের কাছে নষ্ট হবে। এ জন্যই এ রায় দেয়া হয়নি।’

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘আতঙ্কের জনপদ বাংলাদেশ- শান্তি প্রতিষ্ঠায় জনতার করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘সংলাপের বিষয়ে বিএনপির উচিৎ হবে না সরকারের কাছে এগিয়ে যাওয়া। বরং জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে। যাতে সংলাপের জন্য তারাই বিএনপির কাছে দৌড়ে আসে।’ ‘আন্দোলন করতে পারলে হাসিনা বেগম জিয়ার কাছে দৌড়ে আসবেন। বেগম জিয়ার নেতৃত্বে আমরা জনগণকে সঙ্গে নিয়ে সে রকম আন্দোলন করবো।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সময় থাকতে সঠিক কাজটি করুন। অন্যথায় আপনাদের ভুলের মাসুল আপনাদেরকেই দিতে হবে।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার কোনো দল নয়। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। ৫ জানুয়ারি নির্বাচনে জনগণ ভোট দেয়নি। তাই এটাকে নির্বাচন বলা যায় না। এটা একটা অবৈধ সরকার। তারা দেশ ও জনগণের কাজ করে না। তারা নির্যাতন করতে ব্যস্ত।’

আয়োজক সংগঠনের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- পেশাজীবি পরিষদের আহবায়ক রুহুল আমিন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকমল বড়ুয়া,  বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মেজর (অব.) মো. হানিফ প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৮ | মঙ্গলবার, ২৪ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com