শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্যাতনের মাত্রা যত বৃদ্ধি করা হবে আন্দোলন ততই বেগবান হবে: রিজভী

  |   রবিবার, ২৩ মার্চ ২০১৪ | প্রিন্ট

rizvi

২৩ মার্চ: সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদবলেন, ‘দমনপীড়ন চালিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না, বরং নির্যাতনের মাত্রা যতই বৃদ্ধি করা হবে ততই বিরোধী দলীয় নেতা-কর্মীরা সুসংগঠিত হয়ে জনগণকে সাথে নিয়ে চলমান আন্দোলনকে আরো বেগবান, গতিশীল ও শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ হবে।’

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষে যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন।

আওয়ামী লীগ সরকার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদগুলোতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে এখন এতটাই উন্মাদ হয়ে গেছে যে, তারা বিএনপির নেতা-কর্মীদেরকে জুলুম-নির্যাতন ও গ্রেপ্তারের পর এখন খুন করার কর্মসূচি গ্রহণ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ চতুর্থ ধাপে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ জনগণের ওপর পৈশাচিক হামলার মাধ্যমে হত্যা ও গুরুতর জখমসহ ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই ও জালভোট প্রদানের মহা উৎসবে মেতে উঠেছে। আর এইসব কর্মকাণ্ডে মদদ ও সহযোগিতা প্রদান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীসহ রাষ্ট্রীয় প্রশাসন।’

উপজেলা চেয়ারম্যান পদে সংখ্যাগরিষ্ঠতা পেতে আওয়ামী লীগ সরকার এখন বিরোধী দলীয় নেতা-কর্মীদের খুন করতেও দ্বিধা করছে না উল্লেখ করে রিজভী বলেন, ‘আজ ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া উপজেলা যুবদলের সহ-সভাপতি হাফিজ মিয়া এবং কুমিল্লা দক্ষিণ জেলাধীন বরুড়া যুবদলের ওয়ার্ড সভাপতি মনির হোসেন আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হয়েছেন।’

বিবৃতিতে রিজভী বলেন, ‘জনসমর্থন শুন্যের কোঠায় আাঁচ করতে পেরেই ক্ষমতাসীনরা দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কব্জায় এনে দেশব্যাপী হত্যা, জখমের তান্ডব সৃষ্টির এক মহাযজ্ঞে লিপ্ত হয়েছে। আর এসব করার উদ্দেশ্যই হচ্ছে-ক্ষমতা হাতছাড়া হয়ে জনরোষের মুখে দেশত্যগের পথও যেন তাদের বন্ধ না হয়ে যায়। দেশটাকে নিজের সম্পত্তি ভেবে জনগণের ওপর একরোখা আধিপত্য বিস্তারের নেশায় ক্ষমতাসীনদেরকে বিকারগ্রস্ত করে ফেলেছে।’

দলের পক্ষ থেকে নিহত হাফিজ মিয়া এবং মনির হোসেন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রিজভী আহমেদ।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪০ | রবিবার, ২৩ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com