মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন সুষ্ঠু হয়েছে, আহতদের দেখার পর সিইসি

  |   মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ | প্রিন্ট

নির্বাচন সুষ্ঠু হয়েছে, আহতদের দেখার পর সিইসি

পাহাড়ে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের ওপর হামলার ঘটনা ও ব্রাশফায়ারে সাতজন নিহত হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বলেন, ‘কেউ অভিযোগ করলেই নির্বাচন ত্রুটিপূর্ণ হয়ে গেল, বিষয়টি এমন নয়। পাহাড়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে সিইসি চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে বাঘাইছড়ির ঘটনায় আহতদের দেখতে এসে একথা বলেন। এসময় তিনি আহতদের কয়েকজনের সঙ্গে তিনি কথাও বলেন।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভোটগ্রহণ শেষে ফেরার পথে সোমবার সন্ধ্যায় নির্বাচনকর্মীদের ওপর দুর্বৃত্তদের সশস্ত্র  হামলায় ব্রাশফায়ারে ঘটনাস্থলে ছয়জন নিহত হন। এছাড়া আহতদের মধ্যে ১১ জনকে রাতে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।

বাঘাইছড়িতে ব্রাশফায়ারে সাতজন নিহতের ঘটনা দুঃখজনক উল্লেখ করে সিইসি বলেন, ‘যারা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, তাদের উপর রাতের অন্ধকারে হামলা করা হলো। এর সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের খুঁজে বের করা হবে।’

পাহাড়ে নির্বাচনের বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, ‘কেউ অভিযোগ করলেই নির্বাচন ত্রুটিপূর্ণ হয়ে গেল, বিষয়টি এমন নয়। পাহাড়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

এ সময় ব্রাশফায়ারে হতাহতদের আর্থিক সহায়তার আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে চিকিৎসাধীন বাকি ১০ জনের মধ্যে তিনজনের অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন ২৪ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

এছাড়া আহত আরও ৪ জনকে হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঢাকাটাইমস

Facebook Comments Box
advertisement

Posted ১৫:০৬ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com