বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর হস্তে দমন: শেখ সেলিম

  |   শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট

নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর হস্তে দমন: শেখ সেলিম

ডেস্ক রিপোর্ট: কোনো অপশক্তি, কোনো সামরিক শক্তি আর ক্ষমতায় যেতে পারবে না উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতায় যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেখ সেলিম বলেন, ‘নির্বাচন বানচালের চেষ্টা করলে কিংবা ২০১৪ সালের মতো অরাজকতা সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে। অনির্বাচিত সরকারের মাধ্যমে দেশে আর কোনো নির্বাচন হবে না।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রবীণ এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘অনির্বাচিতভাবে ক্ষমতায় আসলে তাদের ভাগ্যের পরিবর্তন হয়। তাই তারা এখন নানামুখী ষড়যন্ত্র শুরু করেছেন। কিন্তু ষড়যন্ত্র করে গণতান্ত্রিক ধারাবাহিকতা রোখা যাবে না। অরাজকতা করে, মানুষ মেরে ক্ষমতায় আসার দিন শেষ হয়ে গেছে। বাংলার জনগণ তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।”

আজ শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ সেলিম। তিনি বলেন, আন্দোলনে যারা পরাজিত হয়, তারা নির্বাচনেও পরাজিত হয়।’ তিনি আরো বলেন, ‘বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। কেননা এর প্রতিষ্ঠতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসেছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছেন, যেন নিজের বিচার না হয়।

ক্ষমতায় আসার পর জিয়া যা করেছেন এরশাদ তাই করেছেন উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘খালেদা জিয়াও একই কর্মকাণ্ড করেছেন। তারা ক্ষমতায় এসে দেশের শত্রু স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের মন্ত্রী বানিয়েছেন। হাওয়া ভবনের মাধ্যমে লুটপাট করেছেন। কুমিল্লাসহ সারা দেশে বাসে আগুন দিয়ে মানুষ মেরেছেন। তারা হত্যাকারী, বাংলার জনগণ তাদের আসল চেহারা চিনে রেখেছে।’

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় ঘিরে বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে অভিযোগ এনে শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘রায়ের আগেই তারা বিশ্বৃঙ্খলা সৃষ্টি করছেন। বিএনপি ভাবে, তিনি (খালেদা জিয়া) রাণী ভিক্টোরিয়ার চেয়ে বড়! অন্যায় করবেন, এতিমের টাকা মারবেন, দুর্নীতি করবেন,কিন্তু সাজা হতে পারবে না। রায়ের পূর্বে ষড়যন্ত্র করে তারা ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছেন। পুলিশের ওপর হামলা করছেন। বিশ্বের কোথাও এরকম নজির নেই।’

পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের উদাহরণ টেনে সেলিম বলেন, ‘দুর্নীতির দায়ে তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী জয় ললিতার সাজা হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদের সাজা হয়েছে। সেখানে তো এমন হয়নি। পুলিশের ওপর হামলা হয়নি, যানবাহন ভাঙচুর হয়নি।’

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে আন্তর্জাতিক বিশ্বে স্বীকৃত। বিশ্বের সম্ভাবনাময় পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। উন্নয়নের সব সূচকেই এগিয়েছে বাংলাদেশ। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। ষড়যন্ত্র করেও কোনো লাভ হয়নি।

বিকেল ৩টায় শুরু হওয়া এ কর্মিসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:২৯ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com