শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের ভূমিকা নজিরবিহীন ও লজ্জাজনক: ফখরুল

  |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

নির্বাচন কমিশনের ভূমিকা নজিরবিহীন  ও লজ্জাজনক: ফখরুল
fokrul islam alamgir
নিজস্ব প্রতিবেদক, 

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সরকারের পোষ্য নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেই তড়িঘড়ি করে আওয়ামী লীগের দলীয় প্রশাসনের সহযোগিতায় ১৫৪ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে। এর মাধ্যমে নির্বাচন কমিশন প্রহসনের নাটক মঞ্চস্থ করেছে। নির্বাচন কমিশনের ভূমিকা নজিরবিহীন ও লজ্জাজনক।”

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই জনগণের ভোটের অধিকার-এর কথা বলেন, বিনাবাধায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করার অধিকারের কথা বলেন, কিন্তু বিনাপ্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের মাধ্যমে তিনি জনগণের ভোটাধিকার চূড়ান্তভাবে হরণ করার যে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন তা ভূতের মুখে রাম নামের সমান।”
মির্জা ফখরুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক ভাষণে বলেছেন, বিএনপিও নির্বাচনে এলে তাদেরও একইভাবে আসন বন্টন করা হতোÑ “তার এই বক্তব্যে থলের বিড়াল বেরিয়ে এসেছে।” তার কথায় প্রমাণ হয় তিনি জনগণকে সকল ক্ষমতার উৎস কখনই মনে করেন না। জনগণের ভোটের প্রতিও তার কোনো আস্থা নেই।”
“জনগণের রায়কে তিনি ভয় পান বলেই, নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস পরাজয়কে এড়ানো ও গণরোষ থেকে বাঁচার জন্য তিনি ভোটারদের অর্ধেকেরও বেশি সংসদীয় আসনে ভোট দেয়ার সুযোগ না দিয়ে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনে সংসদ সদস্য হওয়ার কলঙ্ককে বরণ করে নিতে কুণ্ঠিত হননি”-বলেন ফখরুল।
বিএনপির এ নেতা আরো বলেন, “সাজানো প্রশাসনের নির্বাচনের প্রহসন ও বিনা প্রতিদ্বন্দ্বিতার কথিত ফলাফল বাতিলসহ নির্বাচনী কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহারের মাধ্যমে হত্যা, গুমের যে অপরাজনীতি চালু করেছে তা ভয়ঙ্কর অমানবিক নিষ্ঠুরতা যা মানবাধিকার পরিস্থিতিকে মারাত্মকভাবে অবনতির দিকে নিয়ে গেছে। সরকারের সৃষ্ট ভয়াবহ সংকট থেকে সরকারকেই বেরিয়ে আসতে হবে।”
ফখরুল বলেন, “বিরোধীদলের প্রতি সরকার পাঁচ বছর ধরে নির্যাতন চালিয়েছে। নির্যাতিত হয়েও আমরা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার অবস্থান থেকে সরে আসিনি।”
সরকার যদি, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়ে বিরোধীদলের নেতা-কর্মীদের হত্যা, গুম, গণগ্রেফতার ও ঢালাও নির্যাতন অব্যাহত রাখে তাহলে দেশ রক্ষার জন্য বিরোধীদলের আরো কঠোর আন্দোলনের কোন বিকল্প থাকবে না-হুঁশিয়ারি দেন বিরোধীদলীয় মহাসচিব।

Facebook Comments Box
advertisement

Posted ২০:৩৫ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com