শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজে ঝাঁপিয়ে পড়ে ডুবন্ত গাড়ী থেকে ছয় জনের প্রান রক্ষা করলেন মন্ত্রী

  |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩ | প্রিন্ট

উপমহাদেশে মন্ত্রী ও সংসদ সদস্যরা যেমন নিরাপত্তার ঘেরাটোপে নিজেদের বন্দি করে রাখেন তার জন্য জন মানুষের সঙ্গে তাদের সংস্রব খুবই কম ঘটে।তবে ব্যতিক্রম উদাহরণ তৈরি করলেন কর্নাটকের ৬১ বছরের শিক্ষামন্ত্রী কিম্মানে রত্মাকর। 

মঙ্গলবার সকালে একটি লেকের মধ্যে ডুবন্ত গাড়ি থেকে উদ্ধার করলেন একটি পরিবারের তিন শিশু সহ ছয়জনকে। মন্ত্রী ও তার কর্মচারীরা উদ্ধারকাজে হাত না লাগালে  হয়তো ডুবে মরতে হতো ওই ছয়জনের।

দুর্ঘটনায় লেকের মধ্যে পড়ে যাওয়া একটি গাড়িতে থাকা যাত্রীদের প্রাণ বাঁচাতে স্বয়ং মন্ত্রী ঝাঁপিয়ে পড়েছিলেন জলে।

পুলিশ ও সংবাদমাধ্যম জানিয়েছে, নিজের ইনোভা গাড়িতে চড়ে গ্রম থিরতাহালি থেকে বেঙ্গালুরু ফিরছিলেন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী কিম্মানে রত্মাকর। সঙ্গে ছিল আরো দুটি গাড়ির কনভয়। গ্রামের মেঠো রাস্তা ধরে সাত সকালেই ধুলো উড়িয়ে যাচ্ছিল মন্ত্রীর কনভয়। ফেরার সময় দেখেন একটি সাদা সুজুকি সুইফট দ্রুত বেগে ওভারটেক করে চলে যায় মন্ত্রীর কনভয়কে। ১৫ মিনিট পরে স্থানীয় বেগুভালি লেকের পাশ দিয়ে যাওয়ার সময় মন্ত্রী দেখতে পান ওই সুজুকি সুইফট গাড়িটি হ্রদের জলে গোঁত্তা খেয়ে পড়েছে। সেটি ডুবে যাচ্ছে। ভেতর থেকে কয়েকজনের চিৎকারের আওয়াজ আসছে। আশপাশে বসতি ও মানুষ জন তেমন নেই। তৎক্ষণাৎ মন্ত্রী গাড়ি থামিয়ে তার কর্মচারীদের নির্দেশ দেন পানিতে ঝাঁপিয়ে পড়ে ভেতরে যারা রয়েছে তাদের উদ্ধার করতে। মন্ত্রীর নির্দেশ পেয়েই কার্বাইনধারী তার দেহরক্ষী হলস্বামী, ইনোভার চালক চন্দ্রশেখর এবং এসকর্ট ভেহিকেলের চালক কৃষ্ণমূর্তিসহ আরো দুই কর্মচারী সাঁতরে চলে যান ডুবন্ত গাড়িটির কাছে। শুধুমাত্র নির্দেশ দিয়েই বসে থাকেননি তিনি, পানিতে নেমে পড়েন মন্ত্রী নিজেও । গাড়ির উইন্ডস্ক্রিন ও একটি দরজা ভেঙে উদ্ধার করা হয় আরোহীদের।

 উদ্ধার করা হয় গাড়ির মালিক পেশায় বিদ্যুৎ সরঞ্জাম ব্যবসায়ী উদয় কুমারকে (৪০)। উদ্ধার করা হয় তার স্ত্রী সুমা (৩৫), মা গীতা দেবী (৬৫) ও দুই শিশু পুত্রকে (১৪ ও ৮)।

প্রাণ ফিরে পেয়ে মন্ত্রী রত্মাকরের প্রতি কৃতজ্ঞতায় আপ্লুত রত্মাকর ও তার মা গীতা দেবী জানিয়েছেন, মন্ত্রীর চেষ্টাতেই তারা পুনর্জন্ম পেলেন। না হলে মৃত্যু নিশ্চিত ছিল। উনি না বাঁচালে আমরা সবাই শেষ হয়ে যেতাম। ওনার প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব।

নিজেকে অবশ্য ব্যতিক্রমী বলতে রাজি নন এই প্রবীণ শিক্ষামন্ত্রী। বরং হাসিমুখে জানান, ‘আমার সঙ্গীদের জন্যই এই অসাধ্য সাধন হল

For News : news@shadindesh.com
Facebook Comments Box
advertisement

Posted ১৪:১৯ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com