শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোগানের বৈঠক

  |   বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

নিউইয়র্কে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোগানের বৈঠক

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান।

 

মঙ্গলবার জাতিসংঘের ৭৭তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে তার্কিশ হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে দীর্ঘদিন পর প্রথমবারের মতো কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এরলেন এরদোগান।

 

সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন এরদোগান। কয়েকদিন আগে নতুন করে ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক। তাছাড়া ইসরায়েলও সোমবার তুরস্কে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

 

২০১০ সালে তুরস্কের ত্রাণবাহী একটি জাহাজে হামলা চালায় ইসরায়েল। এতে নয়জন তুর্কি নাগরিক নিহত হন। এরপর ২০১১ সালে তুরস্কে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আঙ্কারা।

 

২০১৬ সালে সম্পর্কে জোড়া লাগলেও সেটি ভঙ্গুর ছিল। কিন্তু বর্তমানে সম্পর্ক গভীর করার পথে আছে তুরস্ক-ইসরায়েল।

 

এদিকে, জাতিসংঘের অধিবেশনে ভাষণে তুর্কি প্রেসিডেন্ট বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সংকট তৈরি হয়েছে। আমরা এই সংকটের বিরুদ্ধে যুদ্ধ করছি। একইসঙ্গে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন,  আমরা বরাবরই সংঘাত নিরসনে কূটনীতির ওপর গুরুত্বারোপ করেছি। সংকট সমাধানে সংলাপের কথা বলেছি।

সূত্রআনাদোলু এজেন্সি

Facebook Comments Box
advertisement

Posted ০৪:৪১ | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com