বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী হয়ে পিছিয়ে থাকার কোন কারণ নাই – স্পীকার

  |   মঙ্গলবার, ১৩ মে ২০১৪ | প্রিন্ট

speaker-rangpor

সরওয়ার জাহান, পীরগঞ্জ (রংপুর) : জাতীয় সংসদের স্পীকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন-নারী হয়ে পিছিয়ে থাকার আর কোন কারন নেই। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষা উন্নয়নে যে গুরুত্ব দিয়েছেন তার কারনে বাংলাদেশের জেন্ডার সমতা শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আমরা নিশ্চিত করতে পেরেছি। সেটা আমাদের এমডিজি পূরনে বাংলাদেশ কে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে।

মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় আয়োজিত কৃর্তি ছাত্রীদের সংবর্ধনা, বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রংপুর জেলা আ’লীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, সদস্য বেগম রওশন আরা ওয়াহেদ, উপজেলা আ’লীগের সভাপতি মোতাহারল হক বাবলু এতে বিশেষ অতিথি ছিলেন।

প্রধান অতিথি ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, লেখাপড়ার মধ্যদিয়ে নিজেকে গড়ে তোলার যে সুযোগ তোমরা পেয়েছো, সে সুযোগ কাজে লাগানোর মধ্যদিয়ে শিক্ষার মাধ্যমে তোমাদের সম্ভবনা কে গড়ে তুলতে হবে।

তখনি বিশ্বের যে কোন স্থানে সম্ভবনা তোমাদের দ্বারপ্রান্তে চলে আসবে। তোমরা যাতে লেখাপড়া শিখে দেশ ও জাতীর জন্য অবদান রাখতে পারো সরকার ও প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নে নারী শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ন পদক্ষেপ গ্রহন করেছে।

ছাত্রীদের উপবৃত্তি দেয়া থেকে শুরু করে বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়ন, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, একাডেমিক ভবন নির্মানসহ সব ধরনের কাজ করে যাচ্ছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মান্নু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম, উপজেলা আ’লীগের সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা আ’লীগের সদস্য জাহাঙ্গীর চৌধুরী, পীরগঞ্জ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান খান ফারুক, সদর ইউপি আ’লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হালিমুজ্জামান বকুল, আবু সুফিয়ান হীরু, উপাধক্ষ্য শহিদুল ইসলাম পাশা, সুলতানা বেগম প্রমূখ।

শেষে বিদ্যালয়ের ছাত্রীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরআগে সকালে সাড়ে ১০টায় উপজেলার পানেয়া গ্রামে নারীদের তৈরী নকঁশী কাথা ও শতরঞ্জি তৈরীর কার্যক্রম পরিদর্শন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:০৩ | মঙ্গলবার, ১৩ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com