শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের ৭ খুন : রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  |   বৃহস্পতিবার, ০৫ জুন ২০১৪ | প্রিন্ট

rana

৫ জুন: চাকরিচ্যুত কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

বৃহস্পতিবার ১১টার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়। সকালে কঠোর গোপনীয়তার মধ্যদিয়ে পুলিশ রানাকে আদালতে হাজির করে।

নারায়ণগঞ্জের জেলা আইনজীবী সমিতির নেতা সাখাওয়াত হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা স্বীকার করে বলেন, ৭ খুনের ঘটনায় নিজের দায় স্বীকার করে লে. কমান্ডার এম এম রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

এদিকে এর আগে বুধবার দুপুরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন গ্রেফতারকৃত সাবেক র‌্যাব কর্মকর্তা মেজর আরিফ হোসেন। জবানবন্দিতে তিনি হত্যাকান্ডে‌র আদ্যোপান্ত বর্ণনা করেন। শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন।

৩০ এপ্রিল বিকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৬ জনের এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়। নিহত সবারই হাত-পা বাঁধা ছিল। পেটে ছিল আঘাতের চিহ্ন। প্রতিটি লাশ ইটভর্তি দুটি করে বস্তা বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছিল।

এদিকে নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ৪ মে র‌্যাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তিনি দাবি করেন, নজরুলসহ অন্যদের র‌্যাব তুলে নিয়ে হত্যা করেছে। এ জন্য আরেক কাউন্সিলর নূর হোসেনসহ কয়েকজনের কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছেন র‌্যাবের কয়েকজন কর্মকর্তা।

পরে একপর্যায়ে র‌্যাব-১১ এর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ ও লেফটেন্যান্ট কমান্ডার রানাকে প্রত্যাহার এবং পরে তাদের সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়। উচ্চ আদালতের নির্দেশে এ মামলায় গ্রেফতার হওয়ার পর তৃতীয় দফায় রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৬ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com