বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন রাজনৈতিক জোট ‘গণঐক্য’র আত্মপ্রকাশ

  |   শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

নতুন রাজনৈতিক জোট ‘গণঐক্য’র আত্মপ্রকাশ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আত্মপ্রকাশ করল একটি নতুন রাজনৈতিক জোট। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে ‘গণঐক্য’ নামে এই রাজনৈতিক জোটে আত্মপ্রকাশ হল। এ জোটের অপর শরিকদল বাংলাদেশ মুসলীম লীগ।

শুক্রবার (২৩ নভেম্বর) ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এই নতুন জোটের ঘোষণা করা হয়।

সংবাদ স‌ম্মেল‌নে নতুন এই রাজনৈতিক জোটের পক্ষ থেকে জানানো হয়, ‘আসন্ন নির্বাচনে শতাধিক আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি রয়েছে তাদের। এ জো‌টের নির্বাচনী প্র‌তীক হ‌বে হা‌রি‌কেন। এই ঐক্যের মহাস‌চিব হিসেবে থাক‌বেন বাংলা‌দেশ মুস‌লিম লী‌গের মহাস‌চিব কা‌জি আবুল খা‌য়ের, প্রধান নির্বাচন সমন্বয়কারী এন‌ডিএম’র যুগ্ম মহাস‌চিব মো‌মিনুল আ‌মন।

এ বিষয়ে এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘আমরা বিজ্ঞানভিত্তিক হিসাব থেকে বলতে পারি, দেশের অধিকাংশ মানুষ দেশের প্রচলিত বড় দলগুলোর সমর্থক নয়। তারা অর্থবহ বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের অভাবেই প্রধান দলগুলোকে নিজেদের ভোট প্রদান করে থাকেন।’

এই জোটকে জনসম্পৃক্ত ও গণমানুষের জোট হিসেবে আখ্যাদিয়ে তিনি বলেন, ‘আমরা এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর সমর্থন আদায় করতে চাই। গণঐক্য হবে জনসম্পৃক্ত ও গণমানুষের জোট। দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা সৃষ্টির লক্ষে যারাই কাজ করতে চাই, তাদের সবাইকে গণঐক্য প্রক্রিয়ায় আমরা স্বাগত জানায়।’

বাংলা‌দেশ মুস‌লিম লী‌গের সভাপ‌তি বদরু‌দ্দোজা সুজা, স্থায়ী ক‌মি‌টির সদস্য আ‌তিকুল ইসলাম প্রমুখ সভায় উপ‌স্থিত ছি‌লেন।

বিডি২৪লাইভ

Facebook Comments Box
advertisement

Posted ১৬:০৫ | শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com