মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নওগাঁয় ৭ টিতে নৌকা ও ১৫ টিতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

  |   রবিবার, ২৮ নভেম্বর ২০২১ | প্রিন্ট

নওগাঁয় ৭ টিতে নৌকা ও ১৫ টিতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

এম এম হারুন আল রশীদ হীরা, নওগাঁ:  সারা দেশের মতো রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় ধাপে নওগাঁর দুই উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলার বৃহত্তম উপজেলা মান্দার ১৪টি ও বদলগাছি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

শীতের সকাল উপেক্ষা করে সকাল ৮টা থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এর মধ্যে মান্দা উপজেলার মান্দা ইউনিয়ন এবং বদলগাছি উপজেলার পাহাড়পুর ও বদলগাছি সদর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকী ১৯ টি ইউনিয়নে যথারীতি ব্যলটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৩ জন প্রার্থী ও বদলগাছি উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
ইউপি নির্বাচনে যারা বিজয়ী হলেনঃ মান্দা উপজেলার ১নংভাঁরশো ইউপি’তে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমন, ২ নং ভালাইন ইউপির স্বতন্ত্র (নৌকার বিদ্রোহী) প্রার্থী মোফস্তা,  ৩ নং পরানপুর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মাহফুজুর রহমান উজ্জল,৪ নং মান্দা সদর ইউপির স্বতন্ত্র প্রার্থী (জামায়াত সর্মথিত) ডা.তোফাজ্জল হোসেন,  ৫ নং গনেশপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সর্মথিত) শফিকুল ইসলাম চৌধুরী  বাবুল,    ৬ নং মৈনম ইউপির স্বতন্ত্র (নৌকার বিদ্রোহী) প্রার্থী আনিছুর রহমান,  ৭নং প্রসাদপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সর্মথিত) অধ্যক্ষ আবদুল মতিন মন্ডল,৮ নং কুসুম্বা ইউপির স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সর্মথিত)  নওফেল আলী মন্ডল, ৯ নং তেঁতুলিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থী (জামায়াত সর্মথিত) মোকলেছুর রহমান কামরুল, ১০ নং নুরুল্লাবাদ ইউপির স্বতন্ত্র প্রার্থী (জামায়াত সর্মথিত) ইয়াছিন আলী,  ১১নং কালিকাপুর ইউপির বিদ্রোহী প্রার্থী হায়দার আলী, ১২ নং কাঁশোপাড়া ইউপির বিদ্রোহী প্রার্থী আবদুস ছালাম, ১৩ নং কশব ইউপির নৌকা প্রতীকের প্রার্থী ফজলুর রহমান ও১৪ নং বিষ্ণপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম।
অপর দিকে বদলগাছী সদর ইউপির নৌকা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন, কোলা ইউপির নৌকা মার্কার প্রার্থী স্বপন, পাহাড়পুর ইউপির নৌকা মার্কার প্রার্থী কিশোর, মিঠাপুর ইউপির নৌকা মার্কার প্রার্থী ফিরোজ, মথুরাপুর ইউপির নৌকা মার্কার প্রার্থী মাসুদ রানা, বালুভরা ইউপির ঘোড়া মার্কার প্রার্থী এমরান হোসেন, আধাইপুর ইউপির সতন্ত্র প্রার্থী আনারস মার্কার পল্টন ও বিলাশবাড়ি ইউপির  ঘোড়া মার্কার সতন্ত্র প্রার্থী কেটু।
Facebook Comments Box
advertisement

Posted ১৯:৫১ | রবিবার, ২৮ নভেম্বর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com