বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধানের শীষ প্রতীকে আপত্তি নেই ঐক্যফ্রন্ট নেতাদের

  |   মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

ধানের শীষ প্রতীকে আপত্তি নেই ঐক্যফ্রন্ট নেতাদের

একাদশ সংসদ নির্বাচনে অভিন্ন প্রতীকে ভোট করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। এক্ষেত্রে জনপ্রিয় দলের প্রতীককেই সমন্বিতভাবে ব্যবহার করা যাবে বলছেন জোটের নেতারা। তারা বলছেন, বিএনপি’র প্রতীক-ধানের শীষেও আপত্তি নেই। তবে জোটভুক্ত কোনো দল চাইলে নিজের প্রতীকেও নির্বাচন করতে পারবে।

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জোটগত ভোটে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। একই সাথে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টও যাচ্ছে একাদশ সংসদ নির্বাচনে। কিন্তু নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রতীক কি হবে, সে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। যদিও এলডিপি ও কল্যাণ পার্টিসহ ২০ দলীয় জোটের ৮টি দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করার চিঠি দিয়েছে কমিশনে। একই পথে হাঁটতে চায় ঐক্যফ্রন্টের শরীক দলের নেতারাও। তারা বলছেন, অভিন্ন প্রতীকে নির্বাচন করার সম্ভাবনাই বেশি।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনে সকলেই অংশগ্রহণ করলেও একটি প্রতীকই নির্ধারিত থাকবে। সমন্বিতভাবে সে প্রতীক ব্যবহার করা যাবে। নিজ নিজ দলের নিবন্ধন অনুযায়ী নির্বাচনের প্রতিক নির্ধারিত আছে। তবে কেউ যদি মনে করেন দলের প্রতিক নিয়ে নির্বাচন করবেন, সেটাও করতে পারবেন।

নাগরিক ঐক্যকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা যেহেতু নিবন্ধিত নাই, সেজন্য আমাদের নিজস্ব কোনো প্রতীকও নেই। সেজন্য আমি চাইবো জাতীয় নির্বাচনের জন্য একটি প্রতীকই হোক।

ইসিকে চিঠি দিয়েছে কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগও। দলীয় প্রতীক গামছা বা ঐক্যফ্রন্টের প্রতীকেও ভোটে যেতে পারে তারা। দলীয় প্রতীকে নির্বাচন করতে একমত পোষণ করেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। সূত্র : ইনডিপেনডেন্ট টেলিভিশন

Facebook Comments Box
advertisement

Posted ১৪:১৩ | মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com