শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দেশে প্রত্যেকে নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করছে’

  |   বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট

‘দেশে প্রত্যেকে নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করছে’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশে প্রত্যেকে নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠানাদি স্বাধীন ও শান্তিপূর্ণভাবে পালন করছেন। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সারস্বতোৎসব পালিত হচ্ছে।

মঙ্গলবার  ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী স্কুল মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনিএসব কথা বলেন।

সারস্বতোৎসব সমন্বয় পর্ষদ, বাংলাদেশ জাতীয় সংসদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণী অর্চনা ও শুক্লা পঞ্চমীর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় স্পীকার অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান আয়োজনের জন্য স্পিকার আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন সুন্দর আয়োজন সকলকে অসাম্প্রদায়িক চেতনায় অনুপ্রাণিত করবে।

স্পিকার বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। সরস্বতী পূজার এই আয়োজনে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকলের অংশগ্রহণ দেশের অসাম্প্রদায়িক চেতনায় ও ঐতিহ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে। এসময় সকলকে অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান স্পীকার।

ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি এমন অনুষ্ঠান আয়োজনের জন্য সারস্বতোৎসব সমন্বয় পর্ষদকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশে আজ সকলে ধর্মীয় উৎসবগুলোতে অংশগ্রহণ করছে যা অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

পঙ্কজ দেবনাথ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, বাসন্তী চাকমা এমপিসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:২১ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com