শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিরাইয়ে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

  |   সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট

দিরাইয়ে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

একে কুদরত পাশা, সুনামগঞ্জ  : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা সমন্বয় সেল দিরাইয়ের আয়োজনে দিরাই উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা গণ মিলনায়তন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, জেলা নির্বাচন অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান।

উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন লাল সিংহ, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, দিরাইয়ে আচরণ বিধি মেনে সকল প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন শুনে আমি খুবই আনন্দিত হয়েছি। আমার বিশ্বাস আগামী ২৬ ডিসেম্বর আপনারা উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করবেন।

তিনি বলেন, জনগণ যাদের কে যোগ্য মনে করবে তাকে ভোট দেবে, অবাধ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। আপনারা নিশ্চিত থাকুন ভোট নিরপেক্ষ হবে।

বিশেষ অতিথির বক্তব্য পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম বলেন, কখনও কোনো অপশক্তির নির্বাচন বানচাল বা কেন্দ্র দখলের দুঃস্বপ্ন কখনো সফল হতে দেওয়া হবেনা। নির্বাচনের দিন পুলিশ, বিজিবি সহ প্রশাসনের মোবাইল টিম সার্বক্ষনিক নিযুক্ত থাকবে। আপনারা আচরণবিধি মেনে নির্বাচন পরিচালনা করুন আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট রয়েছি।

Facebook Comments Box
advertisement

Posted ২২:৩০ | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com