শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনে ফল-সবজি বিক্রির আড়ালে টার্গেট, রাতে বাসার গ্রিল কেটে চুরি

  |   মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

দিনে ফল-সবজি বিক্রির আড়ালে টার্গেট, রাতে বাসার গ্রিল কেটে চুরি

রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস ডলফিন গলি এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে চুরির ঘটনায় ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতাররা হলেন- মো. সোহেল (৪০), মো. ফরহাদ (৩০), মো. ইলিয়াচ শেখ (৩০) ও মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ার (৩৩)।

সোমবার রাজধানীর কলাবাগান ও আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩টি বিদেশি পিস্তল, ১১১ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন, ৩ ভরি চোরাই স্বর্ণ এবং স্বর্ণ বিক্রির ৮৫ হাজার টাকা।

 

পুলিশ বলছে, চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় দিনে সবজি-ফলসহ বিভিন্ন পণ্য বিক্রির আড়ালে বাসা টার্গেট করে বেড়াতো। ফাঁকা বাসা টার্গেটের পরে রাতে ওই বাসায় গ্রিল কেটে চুরি করতো।

kk

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

তিনি বলেন, গত ২০ আগস্ট রাত ১টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে কলাবাগান থানার লেক সার্কাস ডলফিন গলির ৭০/এ বাসার দ্বিতীয় তলায় গ্রিল কেটে চোর চক্রটি ৭২ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।

 

মামলার পর কলাবাগান থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানের নেতৃত্বে চোরাই মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতারের জন্য তৎপর থাকে পুলিশ। এরই ধারাবাহিকতায় কলাবাগান থানা ও রাজধানীর আশপাশের পাঁচ শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চোরদের শনাক্ত করা হয়। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে কলাবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিসি মো. শহিদুল্লাহ আরও বলেন, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে চোরাই স্বর্ণ ক্রয়-বিক্রয়ে স্বর্ণ ব্যবসায়ী মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ারকে আদাবর থানার নবোদয় হাউজিং বাজার থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  সূএ: জাগোনিউজ২৪.কম

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৫৫ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com