বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনমজুরি করে দিন চালানো আইজ্যাকের আয় আজ লাখ টাকা

  |   রবিবার, ১১ জুলাই ২০২১ | প্রিন্ট

দিনমজুরি করে দিন চালানো আইজ্যাকের আয় আজ লাখ টাকা

করোনাভাইরাসে পুরো বদলে গিয়েছে পৃথিবী। নিজ পেশায় কাজ হারিয়েছেন লাখ লাখ মানুষ। করোনায় বিশ্বজুড়ে আয় কমেছে বহু মানুষের। বেঁচে থাকার জন্য অনেকে ভিন্ন কিছু করছেন। আর এই ভিন্ন কিছু করতে গিয়েই কপাল ‍খুলেছে ভারতের ওডিশা রাজ্যের বাসিন্দা আইজ্যাক মুণ্ডা। বর্তমানে ইউটিউবের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করে আয় করছেন লাখ লাখ টাকা। তাতে সুখ ফিরেছে তার পরিবারে।

আইজ্যাক আদিবাসী সম্প্রদায়ের মানুষ। থাকেন ওডিশা রাজ্যের সম্বলপুর জেলার বাবুপালিতে। স্ত্রী এবং ছেলে-মেয়ে নিয়ে দিনমজুরি করে কোনোক্রমে দিন কাটাতেন আইজ্যাক। নামমাত্র উপার্জনে বেশিরভাগ দিন শুধু ভাত খেয়েই কাটাতে হতো তাঁদের।

কিন্তু এ সবই মহামারির প্রভাব পড়ার আগের কথা। অন্যরা যেখানে করোনায় কাজ হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন, আইজ্যাক উল্টা নিজেকে অন্যভাবে আবিষ্কার করেছেন। দিনমজুরি ছেড়ে এখন তিনি জনপ্রিয় ইউটিউবার। মারাত্মক পরিশ্রমের পর দিনের শেষে সামান্য টাকা হাতে নিয়ে বাড়ি ফেরা আইজ্যাক আজ বাড়িতে বসেই লাখপতি!

 

নিজের ইউটিউব চ্যানেল খোলার পাঁচ-ছয় মাসের মধ্যেই তাঁর অ্যাকাউন্টে টাকার পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ! সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছিলেন আইজ্যাক। তারপর গরিব পরিবারে যা হয় তাঁর জীবনও সে পথেই এগোচ্ছিল। পড়াশোনা ছেড়ে উপার্জনের জন্য দিনমজুরি করা। সারাদিন কাজ আর কাজ শেষে বাড়ি ফেরা। এর বাইরে নতুন করে জীবন নিয়ে ভাবার অবকাশ তাঁর ছিল না। বা বলা ভালো হয়তো কখনো ভাবার কথা মনেও হয়নি তাঁর।

 

২০২০ সালে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিলে কাজ চলে যায় আইজ্যাকের। তারপর দীর্ঘ সময় বাড়িতেই বেকার হয়ে বসেছিলেন। কখনো কোনো কাজের ডাক পেলে যেতেন।

 

এরকমই একদিন এক বন্ধুর ফোনে তিনি ইউটিউবে ব্লগিং করতে দেখেন। বিষয়টি তাঁর বেশ ভালো লাগে। হাজার তিনেক টাকা ধার করে একটি স্মার্টফোন কিনে বন্ধুর সাহায্যে তিনি নিজের একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেন।

 

মাটির বাড়ি। থালার এক পাশে পড়ে থাকা ভাত অত্যন্ত কম পরিমাণ সব্জি দিয়ে মেখে খাওয়া তো কখনো তালপাতা দিয়ে মাদুর বানানো। দৈনন্দিন জীবন তিনি তুলে ধরতে শুরু করলেন ইউটিউবে।

 

তাঁর আপলোড করা প্রথম ভিডিও ছিল ভাত খাওয়ার ভিডিও। স্ত্রী এবং সন্তানদের সঙ্গে মেঝেতে বসে একসঙ্গে খাচ্ছিলেন তিনি। তাঁর প্রথম ভিডিও আপলোড করার তিন মাসের মধ্যে পাঁচ লাখ মানুষ দেখেন। শুধু ওই একটি ভিডিও থেকেই ৪২ হাজার টাকা আয় করেন তিনি।

এরপর একে একে আরো ভিডিও করতে শুরু করেন আইজ্যাক। ৩৫ বছরের দিনমজুর আইজ্যাক এখন পেশাদার ইউটিউবার। তাঁর চ্যানেলের নাম ‘আইজ্যাক মুণ্ডা ইটিং’। তাঁর গ্রামের সংস্কৃতি, জীবনযাপন উঠে আসে আইজ্যাকের ভিডিওতে। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা সাত লাখ ৫২ হাজার ছুঁয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪০ | রবিবার, ১১ জুলাই ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com