শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দায়িত্ব পালনকালে খারাপ আচরণ নয়’

  |   বুধবার, ২৪ এপ্রিল ২০১৯ | প্রিন্ট

‘দায়িত্ব পালনকালে খারাপ আচরণ নয়’

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘দায়িত্ব পালন করার সময় কারো সঙ্গে দুর্ব্যবহার বা খারাপ আচরণ করা যাবে না। কেননা আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার জন্য ডিএমপির একটি সুনাম রয়েছে। একইসঙ্গে মনে রাখতে হবে আইনের ঊর্ধ্বে কেউ নয়।’

বুধবার দুপুরে রাজারবাগ শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনের অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আরো বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি এ সুনাম ও ভাবমূর্তিকে অক্ষুণ্ন রাখতে। ’

ট্রাফিক ডিভিশনের কাজকে অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছি। মনে হয় বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় হাতের ঈশারায়।’

সদ্য যোগদানকৃত শিক্ষানবিশ সার্জেন্টদের উদ্দেশে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ট্রাফিক পুলিশ সদস্যরা রমজানে রাস্তায় শুধু পানি খেয়ে ইফতার করে নগরবাসীকে গৌন্তব্যে পৌঁছে দেয়। জীবনের ঝুঁকি নিয়ে সব প্রাকৃতিক বৈরিতা উপেক্ষা করে নিজেদের দায়িত্ব পালন করে। মনে রাখতে হবে আপনি-আমি জনগণের সেবক। জনগণকে সেবা দেওয়াই আমাদের কাজ। অনুরাগ, বিরাগ ও আবেগের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে।’

সকলকে সতর্ক করে কমিশনার বলেন, ‘কোনো রকম অনিয়ম ও দুনীর্তি ডিএমপিতে চলবে না। ডিএমপিতে থেকে ডিএমপি’র সুনাম, মূল্যবোধ ও ভাবমূর্তি বিনষ্ট হয় এমন কাজ করলে তাকে ছাড় দেয়া হবে না। আপনারা পেশাদারিত্বের সাথে, ধৈর্যশীল ও বিনয়ী হয়ে নিজেদের দায়িত্ব পালন করবেন।’

এ সময় এসময় ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোসলেহ্ উদ্দিন আহমেদ, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনারগণসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৮:২৪ | বুধবার, ২৪ এপ্রিল ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com