শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দলমত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সেলিমা রহমানের

  |   শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট

দলমত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সেলিমা রহমানের

দলমত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

জাতীয় প্রেস ক্লাবে শনিবার দুপুরে ‘সহিংসতা ও নারী : বর্তমান প্রেক্ষাপট’শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বিএনপি নেত্রীদের নিয়ে গঠিত নারী অধিকারভিত্তিক সংগঠন ‘আওয়াজ’এর আত্মপ্রকাশ উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

সেলিমা রহমান বলেন, ‘এক বছর ধরে নারীর ওপর সহিংসতা ভয়াবহভাবে বেড়ে গেছে। আমরা দেখি যে সব নারী সংগঠনগুলো আছে এবং বর্তমান যে নাগরিক সমাজ, কারো কাছ থেকে কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। কোনো প্রতিবাদ নাই, কোনো শব্দ নাই, তখন আমরা চিন্তা করলাম দলমত নির্বিশেষে নারী সংগঠনগুলো আওয়াজ তুলতে পারছে না।’

তিনি বলেন, ‘তারা চিন্তা করছে আমি আওয়াজ তুললে, আমি কথা বললে, আমার কী হবে? হয়তো আমাকে বর্তমান সরকারের রোষানলে পড়তে হবে। আমরা আওয়াজ প্রতিষ্ঠা করছি এ লক্ষ্যে যে, আমরা দলমত নির্বিশেষে আওয়াজ তুলব সব ধরনের অন্যায়ের প্রতিবাদে।’

সেলিমা রহমান আরও বলেন, ‘আমাদের দেশের নারী নির্যাতনের প্রধান কারণ সামাজিক অবক্ষয়, গণতন্ত্রহীনতা, বিচারহীনতা। তবে আমরা দেখি যখন রাষ্ট্রযন্ত্র দুর্বল হয়ে পড়ে, তখন সেই রাষ্ট্র সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়। তার লোভ-লালসা, দুর্নীতি এবং দলীয়করণের চাদরে প্রতিষ্ঠানগুলোকে ঢেকে তার মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলো নৈতিকতা হারিয়ে ফেলে। ’

সুবর্ণ চরের গণধর্ষণের ঘটনার প্রসঙ্গে সেলিমা বলেন, ‘আসামি ধরা পড়েছে, দেখা যায় আসামি ধরা পড়ে কিন্তু পরবর্তীতে আসামির বিচার হয় না। কবির হাটে দলীয় ওসি ধর্ষণের আলামত নষ্ট করেছে, ডাক্তর বলেছে ধর্ষণের আলামত পাইনি।’

তিনি বলেন, ‘নারী-পুরুষ নির্বিশেষে আজকে নির্যাতিত, সেখানে নারী সহিসংতা বেশি। কারণ নারী এবং শিশুকে দুর্বল ভাবা হয়। এ কারণে নারীর প্রতি সহিংসতা বেড়ে গেছে। মাদকের ছোবলে বাংলাদেশ আক্রান্ত।’

সেলিমা আরও বলেন, ‘আমাদের মধ্যবিত্ত সমাজ ভেঙে একটা উচ্চবিত্ত সমাজ আরেকটা নিম্নবিত্ত তৈরি হয়েছে। উচ্চবিত্ত সমাজ তার ক্ষমতার দম্ভে কিছু পরোয়া করে না। আর নিম্নবিত্তরা দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে ক্রমশ মাদকের ছোবলে অন্ধকারে চলে যাচ্ছে।’

‘রাজনৈতিক প্রতিহিংসা ভয়বাহ রূপ ধারণ করেছে’ অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়াজের মধ্য দিয়ে সবাইকে আহ্বান জানাব দলমত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে অধ্যাপক ড. দিলার চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহিদা রফিক, অধ্যাপক ড. তাজমেরী ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক আফরোজা আব্বাস, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৪৫ | শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com