বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকার যেসব এলাকা থেকে করোনা আক্রান্ত ১৫৮ রোগী শনাক্ত

  |   শনিবার, ১১ এপ্রিল ২০২০ | প্রিন্ট

ঢাকার যেসব এলাকা থেকে করোনা আক্রান্ত ১৫৮ রোগী শনাক্ত

দেশে গত কয়েকদিন ধরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। এরই মধ্যে দেশের ২১ জেলায় প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রমণ হয়েছে। সারাদেশের করোনা আক্রান্ত ৪২৪ রোগীর মধ্যে রাজধানীতেই সবচেয়ে বেশি ১৫৮ জন শনাক্ত হয়েছে। ঢাকা হয়ে ওঠেছে করোনভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল।

ঢাকা ৪৮টি এলাকা থেকে করোনা আক্রান্ত ১৫৮ জন রোগী শনাক্ত হয়েছে। এসব এলাকাকে মনে করা হচ্ছে ঝুঁকিপূর্ণ । এর মধ্যে বেশি রোগী শনাক্ত হওয়ায় মিরপুর, মোহাম্মদপুর, বাসাবো ও পুরান ঢাকার কয়েকটি এলাকা রয়েছে সবচেয়ে ঝুঁকিতে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষ থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) সংরক্ষিত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।

আইইডিসিআরের সর্বশেষ তথ্য অনুয়ায়ী রাজধানীর যেসব এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সেগুলো হলো- আদাবর, মোহাম্মদপুর, বসিলা, ধানমন্ডি, জিগাতলা, সেন্ট্রাল রোড, গ্রিন রোড, শাহবাগ, বুয়েট এলাকা, হাজারীবাগ, উর্দু রোড, চকবাজার, লালবাগ, বাবুবাজার, ইসলামপুর, লক্ষ্মীবাজার, নারিন্দা, সোয়ারীঘাট, ওয়ারী, কোতোয়ালি, বংশাল, যাত্রাবাড়ী, পুরানা পল্টন, ইস্কাটন, বেইলি রোড, মগবাজার, বাসাবো, শাজাহানপুর, রামপুরা, বাড্ডা, শাহজাদপুর, নিকুঞ্জ, গুলশান, মহাখালী, তেজগাঁও, আশকোনা, উত্তরা, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর, মিরপুর ১১ নম্বর, মিরপুর ১৩ নম্বর, মিরপুর ১ নম্বর, শাহ আলীবাগ, পীরেরবাগ, টোলারবাগ এবং উত্তর টোলারবাগ।

আইইডিসিআর থেকে জানানো হয়, যেসব এলাকায় পাঁচের অধিক রোগী সেসব এলাকায় ক্লাস্টারভুক্ত কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। আর ঢাকার ১০ এর অধিক এলাকায় পাঁচের অধিক রোগী রয়েছে। এসব এলাকায় ক্লাস্টার আকারে রোগী ছড়াচ্ছে।

আইইডিসিআর এর তথ্য অনুসারে, রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে আদাবরে একজন, মোহাম্মদপুরে ছয়জন, বসিলায় একজন, ধানমন্ডিতে নয়জন, জিগাতলায় তিনজন, সেন্ট্রাল রোডে একজন, গ্রিন রোডে দুইজন, শাহবাগে একজন, বুয়েট এলাকায় একজন, হাজারীবাগে চারজন, উর্দু রোডে একজন, চকবাজারে দুইজন, লালবাগে পাঁচজন, বাবুবাজারে দুইজন, ইসলামপুরে দুইজন, লক্ষ্মীবাজারে একজন, নারিন্দায় একজন, সোয়ারীঘাটে তিনজন, ওয়ারীতে নয়জন, কোতোয়ালিতে একজন, বংশালে পাঁচজন, যাত্রাবাড়ীতে পাঁচজন, পুরানা পল্টনে দুইজন, ইস্কাটনে একজন, বেইলি রোডে একজন, মগবাজারে একজন, বাসাবোতে নয়জন, শাজাহানপুরে একজন, রামপুরায় একজন, বাড্ডায় একজন, শাহজাদপুরে একজন, নিকুঞ্জে একজন, গুলশানে ছয়জন, মহাখালীতে একজন, তেজগাঁওয়ে দুইজন, আশকোনায় একজন, উত্তরায় পাঁচজন, কাজীপাড়ায় একজন, মিরপুর ১০ নম্বরে দুইজন, মিরপুর ১১ নম্বরে দুইজন, মিরপুর ১৩ নম্বরে একজন, মিরপুর ১ নম্বরে আটজন, শাহ আলীবাগে দুইজন, পীরেরবাগে দুইজন, টোলারবাগে চারজন ও উত্তর টোলারবাগে ছয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পূর্বপশ্চিম

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৯ | শনিবার, ১১ এপ্রিল ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com