বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টাকায় সোনা মিলবে, কিন্তু রড-সিমেন্ট মিলবে না: বাণিজ্যমন্ত্রী

  |   রবিবার, ০১ এপ্রিল ২০১৮ | প্রিন্ট

টাকায় সোনা মিলবে, কিন্তু রড-সিমেন্ট মিলবে না: বাণিজ্যমন্ত্রী

দেশে রড-সিমেন্ট-পাথরের সংকট রয়েছে বলে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর এ কারণে নির্মাণ খরচ অনেক বেড়ে গেছে বলেও জানিয়েছেন তাঁরা।

আজ রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রড-সিমেন্টের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আলোচনা করতে এই বৈঠকে অংশ নেন রড-সিমেন্টের উৎপাদনকারী, পাথর আমদানিকারক, বিভিন্ন উন্নয়নমূলক কাজের ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর মালিক, এফবিসিসিআই সভাপতি, রিহ্যাব সভাপতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

বৈঠকে বাণিজ্যমন্ত্রীকে ব্যবসায়ীরা বলেন, সামনের দিনে টাকা হলে সোনা পাওয়া যাবে, কিন্তু রড-সিমেন্ট-পাথর পাওয়া যাবে না। তাঁরা বলেন, মেট্রোরেলসহ সরকারের মেগা প্রজেক্টগুলোর নির্মাণকাজ এখনো শুরুই হয়নি। এখনই রড-সিমেন্টের এই আকাল। নির্মাণকাজ শুরু হলে কী অবস্থা হবে, তা কল্পনাই করা যায়।

সম্মেলন কক্ষে আজ দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে রিহ্যাবের সভাপতি শামসুল আলম বলেন, রড-সিমেন্ট-পাথরের মারাত্মক সংকট রয়েছে। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় নির্মাণ খরচ অনেক বেড়ে গেছে। ফলে বর্তমানে এই সেক্টরে অস্থিরতা চলছে।

রড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সমিতির সভাপতি মনোয়ার হোসেন বলেন, বর্তমানে রড-সিমেন্টের কাঁচামাল আমদানি করতে ৭২ শতাংশ আমদানি শুল্ক দিতে হয়। ফলে উৎপাদন খরচ বেড়ে যায়।

এ সময় ব্যবসায়ীরা মন্ত্রীর কাছে আমদানি শুল্ক কমানোর দাবি জানান। একই সঙ্গে তাঁরা রডের দাম কমানোরও দাবি জানান।

ব্যবসায়ীদের এই দাবির পরিপ্রেক্ষিতে রড মালিকদের পক্ষ থেকে মনোয়ার হোসেন বলেন, রডে টনপ্রতি দুই হাজার টাকা কমানোর একটি সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সবার কথা শুনলাম। এ বিষয়গুলো নিয়ে অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সঙ্গে আলাপ করে বৈঠক করে আলোচনা করব।’

Facebook Comments Box
advertisement

Posted ১৯:১৬ | রবিবার, ০১ এপ্রিল ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com