বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের সিরিজ জয়ের মিশন আজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ মার্চ ২০২৩ | প্রিন্ট

টাইগারদের সিরিজ জয়ের মিশন আজ

সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে এক ম্যাচ হাতে রেখেই ১৫ বছর পর আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে সিরিজের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দল দুটি। ম্যাচ শুরু আজ (২০ মার্চ) দুপুর ২টায়।

 

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরে ৭ বছর পর দেশের মাটিতে পরাজয় বরণ করেছে তামিম ইকবালের দল। তবে টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দেয় স্বাগতিকরা। ফলে আইরিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগে ফেভারিট হিসেব মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচে ফেয়ারলেস ক্রিকেট খেলেছে সাকিব-মুশফিকরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিব, তাওহিদ হৃদয় আর মুশফিকুর রহিমরা স্বচ্ছন্দ-সাবলীল ব্যাটিং করেছেন। এরপর বোলিংয়ে পেসার এবাদতের সঙ্গে তাসকিনের বারুদ ঝরানো বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে আইরিশরা। আর ব্যবধানের তারতম্যেও বাংলাদেশ রেকর্ড করেছে।

 

শনিবার আইরিশদের বিপক্ষে ১৮৩ রানের জয়টি যে একদিনের ক্রিকেটে সবচেয়ে বড় জয় বাংলাদেশের। এমন রেকর্ড গড়া জয়ের পর খুব স্বাভাবিকভাবেই অনেক বেশি উজ্জীবিত ও অনুপ্রাণিত টাইগাররা। প্রথম ম্যাচের পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে পারলে আইরিশদের সিরিজে ফেরা অনেক কঠিনই হবে। তাই সিরিজ জয়ের লক্ষ্যে তামিম-সাকিবরা দ্বিতীয় ম্যাচে কেমন পারফরম্যান্স করে সেটাই এখন দেখার বিষয়।

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেট-কিপার), ইয়াসির আলী/মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।

 

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ : পল স্টার্লিং, স্টিফেন ডোহানি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লোরকার টাকার (উইকেট-কিপার), কুর্টিশ ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক এডাইর ও গ্রাহাম হুম।

Facebook Comments Box
advertisement

Posted ০৬:৩৩ | সোমবার, ২০ মার্চ ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com