বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয় বাংলা” স্লোগান মুক্তিযুদ্ধের শক্তি ছিল : খাদ্যমন্ত্রী 

  |   সোমবার, ১৫ আগস্ট ২০২২ | প্রিন্ট

জয় বাংলা” স্লোগান মুক্তিযুদ্ধের শক্তি ছিল : খাদ্যমন্ত্রী 

এম এম হারুন আল রশীদ হীরা, নওগাঁ :  মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জয় বাংলা” স্লোগান আমাদের মুক্তিযুদ্ধের শক্তি ছিল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে লাখো জনতা ঝাঁপিয়ে পড়েছিল দেশের স্বাধীনতা অর্জনে। অথচ সেই মানুষটাকে বাঁচতে দিল না ঘাতকেরা। সেই ঘাতক দল বিএনপির নেতারা এখনো বলে পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। বাংলার মানুষ তাদের আর সেই সুযোগ দেবে না। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। জনগণের ভোটের হাতিয়ার শেখ হাসিনার জন্য গর্জে উঠবে আরেকবার বলে জানান তিনি।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। এর পর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মুনজুরুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির প্রমূখ।
এরপর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পুস্পস্তবক অর্পনের পর আলোচনা সভা শেষে ১৫ আগস্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া  অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৭ | সোমবার, ১৫ আগস্ট ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com