শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলে খালেদার কিছু হলে দায় সরকারের: অলি

  |   শনিবার, ০৯ জুন ২০১৮ | প্রিন্ট

জেলে খালেদার কিছু হলে দায় সরকারের: অলি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ২০ দলীয় জোটের শরিক এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘তাকে যে নির্জন কারাবাসে রাখা হয়েছে এটা এক ধরনের নির্যাতন। সেখানে তিনি দিনদিন অসুস্থ হয়ে যাচ্ছেন। সুচিকিৎসাও দেয়া হচ্ছে না। এমনকি তার মৃত্যুও হতে পারে। সেজন্য সরকারকে দায়দায়িত্ব বহন করতে হবে।’

শনিবার রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদরে সম্মানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত ইফতারে তিনি এমন আশঙ্কা প্রকাশ করেন।

অলি আহমেদ বলেন, ‘প্রতিবছর আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে ইফতার করি। কিন্তু এবছর তাকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি দ্রুত মুক্তি পান। আমরা খবর পেয়েছি তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত। সঠিক চিকিৎসা হচ্ছে না। আমরা সরকারকে বলবো, তার সুচিকিৎসার ব্যবস্থা করুন। তাকে মুক্তি দেয়ার ব্যবস্থা করুন।’

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত দশ বছরে যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুট করেছে সেই লুটের টাকা পূরণ করার জন্য সরকারি ব্যাংকগুলোতে দুই হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এটা জনগণের টাকা। সরকারের কোনো অধিকার নেই জনগণের টাকা দিয়ে লুটপাটের টাকা পূরণ করার।’

বাজেটে নতুন কোনো বিনিয়োগের সুখবর রাখা হয়নি দাবি করে তিনি বলেন, ‘যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটাও বাস্তবসম্মত নয়। যুবসমাজের কর্মসংস্থানের কথা নেই। তারা মূলত মেগা প্রকল্প নিয়েছে যার টাকা যায় বড়লোকের পকেটে।’

‘দশ বছরে কারা শেয়ারবাজার লুট করেছে, হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তাদের গুলি করে হত্যার কোনো ব্যবস্থা নেই। অথচ দশটা ইয়াবার ব্যবসায়ী বা বহনকারীদের গুলি করে হত্যা করা হচ্ছে।’

গরিব মানুষদের গুলি করে না মেরে মাদকের সঙ্গে জড়িত সরকারি দলের এমপিদের গুলি করা উচিত বলেও দাবি করেন কর্নেল (অব.) অলি।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি। বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য যে কর্মসূচি আপনারা দেবেন আমরা তা অতীতের মতো পালন করবো। খালেদা জিয়ার মুক্তির জন্য যা যা করতে হয় আমরা তাই করবো।’

এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় ইফতারে স্বাগত বক্তব্য দেন এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ।

মঞ্চে উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের জোটের সমন্বয়কারী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পারোওয়ার, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিস নেতা মাওলানা সাইফুদ্দিন, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বিজেপি ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, লেবার পার্টি (একাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতের কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম বুলবুল, মাওলানা আবদুল হালিম, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, কল্যাণ পার্টি মহাসচিব এম এম আমিনুর রহমান, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিএমএল মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাগপা যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান, এলডিপি প্রেসিডিয়াম সদস্য আবদুল করিম আব্বাসী, ইবরাহিম খলিলি, আবদুল গনি, যুগ্ম মহাসচিব তমিজউদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক এম এ বাশার, এম.এন শাওন সাদেকী প্রমুখ।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ২২:০৪ | শনিবার, ০৯ জুন ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com