বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জুনে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া হবে — যোগাযোগমন্ত্রী

  |   শুক্রবার, ১৮ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

জুনে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া হবে — যোগাযোগমন্ত্রী

obaydul kader 1

১৮ এপ্রিল : আগামী জুন মাসে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া হবে এবং ২০১৭ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।  শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম নিটোল নিলয় মোটর শোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান। শুক্রবার থেকে আগামী রোববার পর্যন্ত এ মোটর শো চলবে। দর্শণার্থীরা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত শো তো প্রবেশ করতে পারবেন।

যোগাযোগমন্ত্রী বলেন, “সেদিন আর বেশি দূরে নয় যেদিন পদ্মা ব্রিজে বসে আকাশের চাঁদ উপভোগ করতে পারবে মানুষ। পদ্মা সেতু এখন আর সুদূর পরাহত কোনো স্বপ্ন নয়। পদ্মা সেতু এখন একটি দৃশ্যমান জিনিস।”
তিনি বলেন, “আগামী জুন মাসে মূল সেতুর কার্যাদেশ দেয়া হবে। সেতুর উভয় প্রান্তে সাড়ে ১৬ কোটি টাকার অ্যাপ্রোচ রোডসহ আনুষ্ঠানিক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর ৪০ ভাগ কাজ শেষ হয়েছে।”
ওবায়দুল কাদের জানান, শিগগিরই ঢাকায় মেট্রো রেলের কাজ শুরু হবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম চারলেনের কাজ আগামী ডিসেম্বর মাসে শেষ হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘এছাড়া জুন মাসে এলিভেটেড এক্সপ্রেসের কাজও শুরু হবে। ঢাকা শহরকে যানজটমুক্ত করতে মেট্রোরেলের নির্মাণ কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। জাইকার সাথে ২২ হাজার কোটি টাকার চুক্তি সম্পন্ন হয়েছে।’

রাজধানী ঢাকাতে ৫০০ ও চট্টগ্রামে ১৫০টি পরিবেশবান্ধব আধুনিক ট্যাক্সিক্যাব আনা হচ্ছে। আগামী ২২ এপ্রিল প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন বলেও তিনি জানান। 4মোটর শো’তে ৩৫০টিরও বেশি স্টলে দেশি-বিদেশি নির্মাতা ও সরবরাহকারী গণ অংশ গ্রহণ করছেন। সেমস গ্লোবাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটিড, আমেরিকা, বাংলাদেশের সহযোগিতায় এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি শাজাহান খান, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি আফতাব উল ইসলাম, নিটোল নিলয় মোটর গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ প্রমুখ।
Facebook Comments Box
advertisement

Posted ১২:২৪ | শুক্রবার, ১৮ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com