বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় প্রেস ক্লাব সভাপতির নেতৃত্বে খালেদার বাসায় সাংবাদিক প্রতিনিধি দল : মার্চ ফর ডেমোক্রেসি সফলে দৃঢ় প্রতিজ্ঞ খালেদা জিয়া’

  |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

jurnalist

ঢাকা, ২৮ ডিসেম্বর  : বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রবিবারের মার্চ ফর ডেমক্রেসি যে কোনো মূল্যে সফল করতে দৃঢ় প্রতিজ্ঞ। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশান বাসভবনে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের এমন মনোভাবের এ কথা জানান জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ।
তিনি বলেন, বিরোধী দলের এ কর্মসূচি তাদের অধিকার। এ অধিকার কেড়ে নেয়ার চেষ্টা সরকারের অগণতান্ত্রিক আচরণেরই বহিঃপ্রকাশ।
কামাল উদ্দিন সবুজ বলেন, শত বাধা সত্বেও এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ রবিবারের এ সংগ্রামী কাফেলায় সম্পৃক্ত হবেন বলে আশাপ্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন।
দুই পাশে বালুবোঝাই ট্রাক দিয়ে খালেদা জিয়ার বাসভবনের পথে ব্যারিকেট দেয়ার সমালোচনা করে কামাল উদ্দিন বলেন, জাতীয় প্রেসক্লাব একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে আমি সরকারের এ অসহিষ্ণু ও অগণতান্ত্রিক আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছি না।
কর্মসূচিতে বাধা দেয়ার অংশ হিসেবে বাসভবন অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে বেগম খালেদা জিয়া তাদের জানিয়েছে বলে জানান এ সাংবাদিক নেতা।
আগামীকালের কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহবান জানান কামালউদ্দিন সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন- জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারী, বিএফইউজে সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী,  ডিইউজে’র সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, প্রেসক্লাব নির্বাহী কমিটির সদস্য নূরুদ্দিন আহমেদ নূরু।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএ্ফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংবাদিক নেতা খুরশেদ আলম, বাছির জামাল, কাদের গণি চৌধুরীসহ   একটি সাংবাদিক প্রতিনিধি দল সাক্ষাৎ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন।
সাক্ষাতকালে বেগম খালেদা জিয়া ২৯ ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে তাদের জানিয়েছেন। দেশের গণতন্ত্রমনা সব নাগরিককেও এ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:০০ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

তোমার পথও চেয়ে !!
(3676 বার পঠিত)
নবীজির উম্মত
(2075 বার পঠিত)
তর্জনী
(826 বার পঠিত)
google5e999233a8e2dbce
(639 বার পঠিত)
advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com