বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘জনগণের সঙ্গে যেন দূরত্ব সৃষ্টি না হয়’ : এসএসএফের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

  |   রবিবার, ১৫ জুন ২০১৪ | প্রিন্ট

Hasina-dgsf
ঢাকা, ১৫ জুন : স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভিভিআইপিদের নিরাপত্তায় এ বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব আন্তরিকতার সঙ্গে দক্ষভাবে পালন করছেন। তিনি জনগণের সঙ্গে কোনো রকম দূরত্ব সৃষ্টি ছাড়া ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানান।সংস্থাটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এসব কথা বলেন।  এসএসএফের সদস্যদের কর্মদক্ষতা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও আনুগত্যের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, এ বাহিনীর পেশাদারত্ব ইতিমধ্যে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন যে, এসএসএফের সদস্যরা ভবিষ্যতে সততা ও আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালনকালে সর্বোচ্চ আনুগত্য ও পেশাদারিত্ব প্রদর্শন করবেন। তিনি এই বাহিনীর অব্যাহত আধুনিকায়নের আশ্বাস দেন। পরে এসএসএফ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী দুপুরের খাবারে শরিক হন।অনুষ্ঠানে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মাদ আমান হাসান অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক, আনসার মহাপরিচালক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও অন্য ভিআইপিদের নিরাপত্তায় ১৯৮৬ সালে প্রেসিডেন্ট সিকিউরিটি ফোর্স (পিএসএফ) গঠিত হয়। পরে এর নামকরণ হয় এসএসএফ। সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্য নিয়ে এ বাহিনী গঠিত হয়।
Facebook Comments Box
advertisement

Posted ১৩:২৬ | রবিবার, ১৫ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com