শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চার বছর পর খোলা আকাশের স্কুল “ভাঙ্গা“ টিন ঘড় পেয়েছে

  |   সোমবার, ২১ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট

চার বছর পর খোলা আকাশের স্কুল “ভাঙ্গা“ টিন ঘড় পেয়েছে

স্বাধীনদেশ অনলাইন : বিশিষ্ট কবি ও সমাজসেবক মিতালি মুখার্জি গত চার বছর উত্তরার একটি বস্তিতে খোলা আকাশের নিচে নেজের অর্থায়নে সুবিধাবঞ্চিত শিশুদের বই-খাতা-কলম সরবরাহ করে নিজেই শিক্ষা দিতেন। দেখতে দেখতে চার বছর কেটে গেল। চার বছর পর উত্তরার নতুন একটি বস্তিতে রাজউকের সম্পত্তিতে স্থানীয় একজন দরিদ্র মানুষ তার থাকার ঘড়ের পাশে ভাঙ্গা একটি টিনের ঘড় দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দানের সুযোগ করে দিলেন।

এখনও শিশুদের হাতে নতুন বই-খাতা-কলম তুলে দেয়া হয়নি। আগামী ১ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে সকালে সুবিধা বঞ্চিত শিশুদের “অক্ষর” নামক একটি সামাজিক সংগঠনের অধিনে নতুন যাত্রা শুরু করবে। বিত্তশালীদের এগিয়ে আশার জন্য কবি মিতালি মুখার্জি আহ্বান জানান।

এদিকে আজ সোমবার দুপুরে জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা নতুন স্কুল পরিদর্শন করেন এবং সুবিধা বঞ্চিত শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। “অক্ষর”-এর এই মহতি কার্যক্রমের সাথে জাতীয় মানবাধিকার সমিতি যৌথভাবে কাজ করবেন বলে অঙ্গিকার জ্ঞাপন করেন।

তিনি বলেন, উত্তরা একটি অভিযাত এলাকা। অথচ আলোর মধ্যেই অন্ধকার। এখানকার অধিকাংশ মানুষ বিত্তশালী। অথচ তাদের উচুর দালানের পাশেই একটি বস্তিতে শত শত সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। মা-বাবারা অর্থের অভাবে সন্তানদের স্কুলে না পাঠিয়ে তাদেরকে বিভিন্নভাবে শিশুশ্রমে নিয়োগ করছেন। এ যেন দেখার কেউ নেই। সরকারের অসশ্র উন্নয়নের ছোয়া যেন তাদের কপালে নেই। তাদের পাশে মানবতা ও মানুষ দাড়ানোরও যেন সুযোগ নেই। “অক্ষর” এর এই মহতি উদ্যোগকে সফল করার জন্য সমাজের বিত্তশালী মানুষরা এগিয়ে আসবে বলে প্রত্যাশা করি।

Facebook Comments Box
advertisement

Posted ১৯:০৪ | সোমবার, ২১ জানুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com