শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে মাদকাসক্ত ছেলের জন্য প্রাণ গেলো মায়ের

  |   সোমবার, ২১ মে ২০১৮ | প্রিন্ট

চাঁদপুরে মাদকাসক্ত ছেলের জন্য প্রাণ গেলো মায়ের

চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে এক মায়ের করুন মৃত্যু হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ ছেলে শামীম গাজী (২৫) কে গতকাল রাতে আটক করে থানায় নিয়ে আসে।

নিহত শাহানারা বেগম (৪০) চান্দ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাজী বাড়ির হুমায়ুন গাজীর স্ত্রী। ৩ ভাই ১ বোনের মধ্যে শামিম সবার বড়।

নিহতের মেঝ ছেলে তুহিন জানায়, আমার বড় ভাই মো. শামীম গাজী (২৫) দীর্ঘ ২ বছর যাবৎ মানসিক রোগে আক্রান্ত। আমি ও আমার মা সকালে বড় ভাইকে নিয়ে কুমিল্লা নাঙ্গলকোর্ট এলাকার মানসিক রোগের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য সিএনজি স্কুটারযোগে রওনা হই। চান্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেটের সামনে পর্যন্ত আসলে শামীম গাজী চলন্ত সিএনজি স্কুটার থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে বাঁচানোর জন্য আমার সাথে ও মায়ের সাথে দস্তাদস্তি শুরু হলে মা সিএনজি থেকে পড়ে গিয়ে মাথায় মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন।

সে আরো জানায়, আমার চিৎকারে সিএনজি চালক গাড়ী থামালে আমি মাকে নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে চলে আসি। এ সময় শামীম সিএনজি থেকে লাফিয়ে পালিয়ে যায়। মাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে চান্দ্রা এলাকায় স্থানীয় লোকজন জানায়, মানসিক রোগে আক্রান্ত ও নেশাগ্রস্থ শামীম গাজীকে চিকিৎসার জন্য সিএনজি স্কুটার যোগে নিয়ে যাওয়ার সময় সে তার মাকে গাড়ী থেকে ধাাক্কা মেরে ফেলে দিলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু জানান, হুমায়ুন গাজীর বড় ছেলে শামীম গাজী এক সময় ৫ ওয়াক্ত নামাজ আদায় করত। বছর দুয়েক ধরে নেশাগ্রস্থ যুবকদের সাথে মিশে সে মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়। ঘটনার দিন তার মা তাকে নিয়ে কুমিল্লা নাঙ্গলকোার্ট যাওয়ার পথে শামীম গাড়ী থেকে পালানোর চেষ্টা করলে তার মা তাকে ধরতে গেলে গাড়ী থেকে পড়ে আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আমরা মা

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৩৪ | সোমবার, ২১ মে ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com