শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাজীপুর সিটি নির্বাচন : ছুটির দিনে জমে উঠেছে ধানের শীষের প্রচারণা

  |   শুক্রবার, ০৪ মে ২০১৮ | প্রিন্ট

গাজীপুর সিটি নির্বাচন : ছুটির দিনে জমে উঠেছে ধানের শীষের প্রচারণা

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ মে শুক্রবার ছুটির দিনে ২০ দলীয় জোট প্রার্থীর পক্ষে বিএনপিসহ জোট নেতারা নগরীর বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে তাদের প্রার্থী আলহাজ¦ হাসান উদ্দিন সরকারের পক্ষে ভোট চাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও মিডিয়া সেলের প্রধান ডাঃ মাজহারুল আলম জানান, নগরীর সর্বত্র ধানের শীষ প্রতীকের জোয়ার উঠেছে ।

এই জোয়ারে সব কেন্দ্রীয় নেতারা এখন মাঠে। প্রাথী নিজে শুক্রবার সকাল ৯টায় গাজীপুর গ্রামের ভাওয়ার গাজীপুর রেল স্টেশন এলাকায় প্রচার কাজ শুরু করে পর্যায়ক্রমিক ভাবে ভাওরাইদ, হাতিয়াব, পোড়াবাড়ি প্রচারশেষে বাংলা বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

তাঁর সাথে ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি শাহজাহান ফকির, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কেন্দ্রীয় নেতা কাজী সাইয়্যেদুল আলম বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, কাপাসিয়া থানা বিএনপির সেক্রেটারী সাখাওয়াত হোসেন সেলিম, গাজীপুর বারের সাবেক সভাপতি এডঃ সুলতান উদ্দিন, সাধারণ সম্পাদক এডঃ সিদ্দিকুর রহমান, শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হকজেলা যুবদলের সভাপতি এডঃ এমদাদ খান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

নগরীর ৪২নং ওয়ার্ডের নারায়নপুর করমতলা হিন্দু এবং খ্রিস্টান অধ্যুষিত এলাকায় প্রচার কাজ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও পেশাজীবী নেতা ডাঃ এজেড এম জাহিদ হোসেন। তাঁর সাথে ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ডাঃ এম এ কুদ্দুস, যুবদল সাবেক সভাপতি এলবার্ট পি কস্তা, সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, রমেশ চন্দ্র, ডাঃ মোস্তাক, আব্বাস, দেলোয়ার, ফারুক প্রমুখ। নগরীর ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। তাঁর সাথে ছিলেন কেন্দ্রীয় নেতা ভিপি হারুনুর রশিদ, মশিউর রহমান বিপ্লব, শাহানা আক্তার, আব্দুল খালেক হাওলাদার, ডাঃ হারেছ মোল্লা, আবুল কালাম, যুবদল নেতা সবুজ, মাহিম,হাবিব, ওয়ার্ড সমন্বয়কারী হযরত আলী প্রমুখ।

নগরীর ৩১ নং ওয়ার্ডে প্রচার কাজ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। তাঁর সাথে ছিলেন কেন্দ্রীয় নেতা ফিরোজ উজ জামান, হাবিবা, শামীম, ছাত্রনেতা জাহাঙ্গীর প্রমুখ। নগরীর ২নং ওয়ার্ডে পুলিশি বাধা উপেক্ষা করে প্রচার কাজ করেন বিএনপির কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, পেশাজীবী গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, যুবনেতা আনোয়ার হোসেন। নগরীর ১১ নং ওয়ার্ডে প্রচার কাজ করেন বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী, মিজানুর রহমান সরকার, নাজমূল হাসান, কাজী সামসুল হুদা প্রমুখ।

নগরীর ২৫ নং ওয়ার্ডে প্রচার কাজ করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামূল হক বিপ্লব, সালাউদ্দিন ভূঁইয়া, বিএনপি কেন্দ্রীয় নেতা কামাল আনোয়ার, ভিপি ইব্রাহিম, ছাত্রনেতা টিটু, তন্ময় হাসান প্রমুখ। নগরীর ৪১নং ওয়ার্ডে প্রচার কাজ করেন বিএনপি কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল জুমার নামাযের পর ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান। নগরীর ৬ নং ওয়ার্ডে প্রচার কাজ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা সামসুল আলম তোফা, ফখরুদ্দিন বাচ্চু।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:০০ | শুক্রবার, ০৪ মে ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com