বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাজীপুর উপজেলায় মুফতি নাসির উদ্দীন খানের পক্ষে গণ জোয়ার : মুফতি নাসির উদ্দীন খানকে নির্বাচিত করতে র্শীষ আলেমদের আহবান

  |   শনিবার, ১৭ মে ২০১৪ | প্রিন্ট

গাজীপুর উপজেলায় মুফতি নাসির উদ্দীন খানের পক্ষে গণ জোয়ার : মুফতি নাসির উদ্দীন খানকে নির্বাচিত করতে  র্শীষ আলেমদের আহবান

upazila-poll-logo1

আবু তায়্যিবা: আসন্ন গাজিপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি নাসির উদ্দীন খানের পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে ১৯ দলীয় জোটের মুল স্রোত দোয়াত কলমের পক্ষেই তাদের রায়দিবেন বলে আশাকরা যাচ্ছে। মুফতি নাসির উদ্দীনের পক্ষে হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতাকর্মীরা বিরামহীন প্রচারণা চালাচ্ছেন।

১৯ দলীয় জোটের শরীক জমিয়তের কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল মোমিন, ঢাকা মহানগর হেফাজতের আহবায়ক মাওলানা নুর হোসাইন কাসেমীসহ দেশের র্শীষ উলামায়ে কেরাম সর্মথিত একমাত্র চেয়ারম্যান পদ প্রাথী মুফতি নাসির উদ্দীন খানকে দলমত নির্বিশেষে বিপুল ভোটে বিজয়ী করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। উলামায়ে কেরামের মতে, সারাদেশের মধ্যে চেয়ারম্যানপদে বিএনপির প্রার্থীদের সর্মথন জানানো হয়েছে, তাই শুধু মাত্র একটি উপজেলায় বিএনপির উচিত হবে জোটের সার্থে , হেফাজতের র্দীঘ ত্যাগ কথা স্মরণ করে হলেও তারা হেফাজত নেতা মুফতি নাসির উদ্দীনকে ভোট দিবেন। এমন প্রত্যাশ্যাই করছেন, দেশবাসী।

এদিকে, জমিয়তের কেন্দ্রীয় নেতারা যথাক্রমে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মহিউদ্দীন ইকরাম, মাওলানা ফয়জুর হাসান খাদিমানী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, আলহাজ্ব আতিকুজ্জামান, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী গাজীপুরে অবস্থান করছেন।

ইউকে জমিয়তের আহবান:

আসন্ন গাজিপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি নাসির উদ্দীন খানকে দোয়াত কলম মার্কায় বিজয়ী করতে ইংল্যন্ডের জমিয়ত নেতারা আহবান জানিয়েছেন। একবিবৃতি দাতাদেও মধ্যে রয়েছেন, ইউকে জমিয়ত নেতা মুফতি শাহ সদর উদ্দীন, মাওলানা সৈয়দ তামীম আহমদ, মাওলানা শাহ হিফজুল করিম মাশুক, হাফিজ হোসাইন আহমদ,মাওলানা নাইম আহমদ, মাওলানা সাজ্জাদুর রহমান আনসারী প্রমুখ।

উল্লেখ্য যে, ১৯ মে গাজীপুর সদর উপজেলায় ীনর্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২২:২৭ | শনিবার, ১৭ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com