শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাজীপুরে ডিবি পুলিশের অবরুদ্ধ তিন সদস্য উদ্ধার

  |   বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

গাজীপুরে ডিবি পুলিশের অবরুদ্ধ তিন সদস্য উদ্ধার

2 (14)
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে আসামি ধরাকে কেন্দ্র করে এলাকাবাসী ও ডিবি পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উত্তেজিত জনতা ধাওয়া দিলে ডিবি পুলিশের ৩ সদস্য অবরুদ্ধ হয়। পরে তারা টায়ার ও কাঠ জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ ও ডিবি পুলিশবাহী গাড়ী ভাঙচুর করে।

২৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ে এ ঘটনা ঘটে। পরে শ্রীপুর থানা পুলিশ ও গাজীপুর ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, গত দু’দিন আগে ডিবি পুলিশ মাওনা চৌরাস্তার আল-আমিন ফুড কারখানায় গিয়ে মুড়িতে সার মেশানো হয় এমন অভিযোগে মালিকের দুই ছেলেকে আটক করে। পরে মোটা অর্থের বিনিময়ে ছেড়ে দিয়ে যায়।

বুধবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই খাইরুলের নেতৃত্বে একদল পুলিশ আবার ওই কারখানায় যায়। পরে একই অভিযোগে আবারও টাকা দাবি করে। খবর পেয়ে আশপাশের ব্যবসায়ীরা ডিবি পুলিশের হয়রানির প্রতিবাদে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে এবং পুরনো টায়ার ও কাঠ দিয়ে আগুন ধরিয়ে মহাসড়ক অবরোধ করে।

একপর্যায়ে ডিবি পুলিশের মাইক্রোবাস ভাঙচুর ও কারখানার ভিতরে ডিবি পুলিশকে অবরোধ করে রাখা হয়। পরে রাত ৮টায় ঘটনাস্থল থেকে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ওসি আমির হোসেন জানান, আসামি গ্রেফতার করতে গেলে জনতা ডিবি পুলিশের ওপর হামলা করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

গাজীপুর পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল এএসপি) তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের জানান, ডিবি পুলিশের কোন সদস্য অন্যায় কাজে জড়িত প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি মাইকে জনতার উদ্দেশে প্রকৃত দোষীদের বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থল থেকে সরে যায়।

শ্রীপুর থানার এসআই হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

ব্যবসায়ীরা জানান, ডিবি পুলিশের হয়রানিতে মাওনার ব্যবসায়ীরা অতিষ্ঠ। প্রতিদিন ইয়াবা ট্যাবলেট দিয়ে নয়তো বাসায় অবৈধ গ্যাসলাইন রয়েছে এমন ঠুনকো অভিযোগে সাধারণ মানুষকে আটক এবং হয়রানির মাধ্যমে লাখ লাখ টাকা আদায় করছে। এভাবে গত ৪-৫ মাসে অন্তত ৫০০ লোককে আটক করে হয়রানি করেছে। এর প্রতিবাদে মঙ্গলবার ব্যবসায়ীরা প্রতিরোধ কমিটি গঠন করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:১৪ | বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com