বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্র আজ সুরক্ষিত: প্রধানমন্ত্রী

  |   শনিবার, ১৬ জুন ২০১৮ | প্রিন্ট

গণতন্ত্র আজ সুরক্ষিত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা আজ অর্থনৈতিকভাবে শক্তিশালী। বাংলাদেশের গণতন্ত্র আজ সুরক্ষিত। দেশের জনগণের মৌলিক অধিকারগুলো আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

শনিবার দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী এবং বিচারক ও কূটনীতিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেন বিশ্বসভায় মাথা উঁচু করে চলতে পারি, তাই আমরা চাই। সেভাবেই আমরা এ দেশকে গড়ে তুলছি এবং দেশ সেভাবেই এগিয়ে যাবে। বাধাবিঘ্ন অনেক কিছুই আমাদের অতিক্রম করতে হয়েছে এবং অতিক্রম করতে হবে। তা খুবই স্বাভাবিক। তারপরও যেকোনো দূর্যোগ এলে তা মোকাবেলা করার ক্ষমতা আমাদের রয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘এক মাস সিয়াম সাধানার পর এই ঈদ সবার জীবনে অনাবিল আনন্দ নিয়ে এসেছে। আমি চাই বাংলাদেশের মানুষ এ আনন্দঘন পরিবেশে সারাজীবন বসবাস করবে এবং সুন্দরভাবে থাকবে।’

‘বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে উন্নত হয়েছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, জীবনমান উন্নত হয়েছে, শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। আমাদের এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে তা যেন অব্যাহত থাকে। আমরা ২০৪১ সালের দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত দেশে প্রতিষ্ঠা লাভ করবো ইনশাআল্লাহ। ২০২১ সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ হিসেবে।’

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ২০২০ সালের আমরা পালন করবো। তিনি আমাদের একটি জাতি হিসাবে আত্মপরিচয় দিয়েছেন। একটি দেশ দিয়েছেন। কাজেই তার জন্মশতবার্ষিকীও দেশবাসী পালন করবে। সেটাই আমরা চাই।’

ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছাক এবং সবাই অনাবিল আনন্দ নিয়ে ঈদ উৎসব উদযাপন করুক সেই কামনা করেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৪১ | শনিবার, ১৬ জুন ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com