শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুন, গুম, সন্ত্রাস, নারী নির্যাতন করছে যারা তাদেরকেই আওয়ামীলীগ পুরস্কৃত করেছে

  |   শনিবার, ৩০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

ibe

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ‘রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জে যারা খুন, গুম, সন্ত্রাস, নারী নির্যাতন করছে তাদেরকেই সরকার পুরস্কার হিসেবে মনোনয়ন দিচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
শুক্রবার বিকেলে শীতলক্ষ্যা স্বাধীনতা চত্বরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী নগর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, নারায়ণগঞ্জের সকল মা বোনদের অত্যাচার জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনাদের পাশে যদি কেউ না থাকে আপনি একাই প্রতিরোধ গড়ে তুলুন।
তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যখন আপনাদের ডাক দিব তখন আমার ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসবেন। নারায়ণগঞ্জের সবাই একত্রিত থাকলেই সব জল্লাদদের শায়েস্তা করা সম্ভব হবে।
সভায় সভাপতিত্ব করেন পিএসটিসি-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এফ এম মোস্তাক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উ- প্রধান বার্তা সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, একশনএইড বাংলাদেশ পলিসি অ্যান্ড ক্যাম্পেইন প্রোগ্রাম পরিচালক মাঈদা চৌধুরী, নারায়ণগঞ্জ সাংস্কৃতি জোটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মরিয়ম কল্পনা প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০২:২৪ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com