বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা বাংলাদেশের নাম ও ইতিহাস পাল্টানোর চেষ্টা করছেন -ইনু

  |   শনিবার, ১২ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

enu-kostia

এস এম জামাল :  জাতীয় সংসদে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সরকারী দল সমালোচনা করে নিজেদের দেউলিয়াত্বের প্রমান দিয়েছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পাকিস্তানিরা একবার বাঙ্গালীদের পাকিস্তানি বানানোর চেষ্টা করে ব্যার্থ হয়েছেন। আবার ৭৫ এর পর জেনারেল জিয়াসহ অন্য সামরিক শাসক এবং সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের নাম পাল্টানোর চেষ্টা করছেন, ইতিহাস পাল্টানোর চেষ্টা করছেন। তাই সঠিক ইতিহাস তুলে ধরার জন্য জাতীয় সংসদ নেতৃত্ব দিচ্ছে।

সুতরাং সঠিক ইতহাস, সঠিক তথ্য দেশবাসির সামনে তুলে ধরার ক্ষেত্রে জাতীয় সংসদের একশতভাগ অধিকার আছে। আজ শনিবার বেলা ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে কুষ্টিয়ার মিরপুরে দুদিন ব্যাপী শিশুমেলার উদ্বোধী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সাংআদিকদের এসব কথা বলেন। এ প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, আমরা যতো সঠিক ইতিহাস তুলে ধরবো খালেদা জিয়া ততো নাখোস হতে থাকবেন। কারণ, উনি মিথ্যার ওপরে দাঁড়িয়ে আছেন। ইনু খালেদা জিয়াকে ইতিহাসের আস্তাকুঁড়ের লোক আখ্যা দিয়ে বলেন, আপনি আস্তাকুঁড়ে বসে ইতিহাস নিয়ে যত ঘাঁটাঘাটি করবেন ততো দুর্গন্ধ ছড়াবে।

এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া এখনো সুধরাননি, তিনি এখন পর্যন্ত বৈধ সরকারকে অবৈধ বলছেন, তিনি জঙ্গিবাদিদের সঙ্গও ত্যাগ করেননি। মন্ত্রী বিএনপি চেয়ারপার্সনকে সতর্ক করে দিয়ে বলেন, আপনি যদি এই পথ পরিহার না করেন তাহলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন। এর আগে সকাল ৯টায় মন্ত্রী ভেড়ামারা-দৌলতপুর সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, সরকারী কমিশনার ভূমি সিরাজাম মুনিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৪ | শনিবার, ১২ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com