বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সাথে দেখা করতে কারফটক পর্যন্তও যেতে পারেন নি নেতারা

  |   বুধবার, ২২ আগস্ট ২০১৮ | প্রিন্ট

খালেদা জিয়ার সাথে দেখা করতে কারফটক পর্যন্তও যেতে পারেন নি নেতারা

পুলিশের বাঁধায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে কারফটক পর্যন্তই যেতে পারেন নি দলটির জ্যেষ্ঠ নেতারা। ফলে নেত্রীর সাথে দেখা করতে পারেননি দলটির নেতাকর্মীরা।
বুধবার ঈদুল আযহার নামাজ শেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর দুপুর ১২টার দিকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফটকের দিকে যান। এ সময় পুলিশ নাজিমউদ্দিন রোডে তাদের আটকে দেয়। এসময় দায়িত্বপালনরত পুলিশ কর্মকর্তার কাছে মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি দেখালেও তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।

পুলিশ কর্মকর্তারা জানান, তাদের কাছে কারও সাক্ষাতের বিষয় জানা নেই। তাই বাধ্য হয়েই পুলিশের লোহার ব্যারিকেডের পেছনে আধা ঘণ্টার মতো অবস্থান শেষে নেতারা চলে যান। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফখরুল এমন আচরণের নিন্দা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জেল কোডে বলা আছে যে ঈদের দিনে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের কেউ দেখা করতে চাইলে দেখা করতে দেওয়া হয়। আমরা ১৩ আগস্ট অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম। আজকে দেখা করতে না দেওয়া দুর্ভাগ্যজনক। আপনারা আজকে ঈদের দিনে আমাদের নেত্রীর সঙ্গে দেখা করতে দিলেন না, সেটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। দেশে আইনের শাসন নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশে একদলীয় শাসন চলছে।

কারাগারে নেত্রীর দেখা করতে আরও যান, বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, শিরিন সুলতানা, তাবিথ আউয়াল, শাহরিন ইসলাম শায়লা, খায়রুন্নাহার, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২০:২৭ | বুধবার, ২২ আগস্ট ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com